বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শিক্ষার মান-গবেষণা বৃদ্ধি মূল চ্যালেঞ্জ: জবির নতুন উপাচার্য

  •    
  • ১ জুন, ২০২১ ১৬:৫২

‘এখন আমাদের প্রধান চ্যালেঞ্জ হলো শিক্ষা ও গবেষণা। বিশ্ববিদ্যালয়ের একটা মূল টার্মই হচ্ছে রিসার্চ। রিসার্চটাকেই আপন করতে হবে এবং আরও বৃদ্ধি করতে হবে। যাতে করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকাসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি পর্যায়ে যায়। সেটাই হবে আমার মূল লক্ষ্য।’

শিক্ষার মান ও গবেষণা কার্যক্রম বৃদ্ধি করাই মূল লক্ষ্য হবে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

মঙ্গলবার নিয়োগ পাওয়ার পর নিউজবাংলার প্রতিনিধির সঙ্গে এক ফোনালাপে তিনি এ কথা বলেন।

নতুন উপাচার্য বলেন, প্রধানমন্ত্রী আমার ওপর আস্থা রেখে দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব দেয়ার প্রধান উদ্দেশ্যই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালনা করা।

‘এখন তো আমাদের প্রধান চ্যালেঞ্জ হলো শিক্ষা ও গবেষণা। বিশ্ববিদ্যালয়ের একটা মূল টার্মই হচ্ছে রিসার্চ। রিসার্চটাকেই আপন করতে হবে এবং আরও বৃদ্ধি করতে হবে। যাতে করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকাসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি পর্যায়ে যায়। সেটাই হবে আমার মূল লক্ষ্য।’

তিনি বলেন, সবাইকে নিয়ে চেষ্টা করব লেখাপড়ার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক গবেষণাকে যেন আরও ওপরে নেয়া যায়।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মাহমুদুল আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে ইমদাদুলকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পঞ্চম উপাচার্য হিসেবে নিয়োগ দেয়ার কথা জানানো হয়।

এতে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষক ইমদাদুলকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেয়া হয়েছে।

এতে আরও বলা হয়, উপাচার্য হিসেবে ইমদাদুলের নিয়োগের মেয়াদ চার বছর হবে। তবে প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদে ফিরে গিয়ে অবসরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারবেন।

উপাচার্য পদে ইমদাদুল বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে ইমদাদুলকে। রাষ্ট্রপতি প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারেন।

চলতি বছরের ১৮ মার্চ শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামালউদ্দীন আহমদকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব দেন। এর আগের দিন অনেকটা অনানুষ্ঠানিকভাবেই বিদায় নেন অধ্যাপক ড. মীজানুর রহমান।

বিশ্ববিদ্যালয়টির প্রথম উপাচার্যের দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞানের চেয়ারম্যান অধ্যাপক এ. কে. এম. সিরাজুল ইসলাম খান।

এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের অধ্যাপক আবু হোসেন সিদ্দিক দ্বিতীয় উপাচার্য হিসেবে এক বছর দায়িত্ব পালন করেন।

২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মেসবাহ উদ্দিন আহমেদকে তৃতীয় উপাচার্য হিসেবে নিয়োগ দেয় সরকার।

২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন।

এরপর ওই বছরের ১৯ মার্চ অধ্যাপক ড. মীজানুর রহমানকে চার বছরের জন্য চতুর্থ উপাচার্য হিসেবে নিয়োগ দেয় সরকার।

প্রথম মেয়াদ শেষে ২০১৭ সালে তাকে পুনরায় দ্বিতীয় মেয়াদে নিয়োগ দেয়া হয়।

এ বিভাগের আরো খবর