বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জগন্নাথে ছাত্রীহলে প্রাধান্য পাবেন মাস্টার্সের শিক্ষার্থীরা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩১ মে, ২০২১ ২০:১৫

অধ্যাপক শামীমা বেগম বলেন, মাস্টার্সের শিক্ষার্থীরা খুব বেশিদিন ক্যাম্পাসে থাকবেন না। এই কারণে তাদের প্রাধান্য দিয়ে হলে তোলা হবে। আমাদের ছাত্রীহলের নীতিমালা তৈরির কাজ চলমান রয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল উদ্বোধন হলেও নীতিমালার অভাবে হলে উঠতে পারছেন না শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় খুললেই যেন ছাত্রীরা হলে উঠতে পারেন সেজন্য প্রস্তুত করা হচ্ছে নীতিমালা।

হলে সিট পাওয়ার ক্ষেত্রে প্রধান্য দেয়া হবে মাষ্টারস ও অনার্স ফাইনাল ইয়ারের শিক্ষার্থীদের।

সোমবার নিউজবাংলার প্রতিবেদকের সঙ্গে এক ফোনালাপে এসব তথ্য জানান জবি ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম।

অধ্যাপক শামীমা বেগম বলেন, মাস্টার্সের শিক্ষার্থীরা খুব বেশিদিন ক্যাম্পাসে থাকবেন না। এই কারণে তাদের প্রাধান্য দিয়ে হলে তোলা হবে। আমাদের ছাত্রীহলের নীতিমালা তৈরির কাজ চলমান রয়েছে। মাস্টার্সের শিক্ষার্থীদের পর প্রাধান্য পাবেন অনার্স ফাইনাল ইয়ারের শিক্ষার্থীরা। এরপর পর্যায়ক্রমে তৃতীয় বর্ষ তারপর দ্বিতীয় বর্ষ এবং তারপর প্রথম বর্ষের শিক্ষার্থীরা হলে সিট পাবেন।

নীতিমালা এখনও প্রস্তুত হয়নি। তবে ছাত্রীহলের নীতিমালার ব্যাপারে একটি বিশ্বস্ত সূত্র জানায়, আমাদের এখনও অনেক কাজ বাকি। আশা করছি দ্রুত নীতিমালা করে ফেলব। মাস্টার্সের শিক্ষার্থীরা বেশি প্রাধান্য পাবে। যাদের বাড়ি ঢাকা থেকে দূরে, যারা মেধাবী এবং আর্থিক অবস্থা ভাল নয় তাদের সিট দেয়া হবে। যাদের স্কুল-কলেজ ঢাকায় রয়েছে তাদের চেয়ে যাদের স্কুল কলেজ গ্রামে তারা অগ্রাধিকার পাবেন। প্রতিবন্ধী কোটাসহ বেশ কয়েকটি কোটা থাকবে। ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীদের ক্ষেত্রে সব দিক বিবেচনার পাশাপাশি দেখা হতে পারে ভর্তি পরীক্ষার মেধাতালিকা।

বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল। ছবি: নিউজবাংলা

দেশের একমাত্র অনাবাসিক বিশ্ববিদ্যালয়ের তকমা ঘুচিয়ে গত ২০ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রীহলের উদ্বোধন করা হয়। ১৬ তলা বিশিষ্ট হলটির ১৫৬টি কক্ষে চারজন করে মোট ৬২৪ জন ছাত্রী থাকতে পারবেন।

এ বিভাগের আরো খবর