স্বাস্থ্যবিধি অনুসরণ করে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো সশরীরে আগামী ১৫ জুন থেকে পর্যায়ক্রমে (মাস্টার্স ৪র্থ বর্ষ, ৩য় বর্ষ, ২য় বর্ষ ও ১ম বর্ষ) নিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
রোববার বিকেলে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেয়ার বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক ভূঁইয়া ।
পরীক্ষা নেয়ার বিষয়টি ছাড়া স্মারকলিপিতে আরও ছয়টি বিষয় উল্লেখ করে উপাচার্যের দৃষ্টি আকর্ষণ করা হয়।
সেগুলো হলো পরীক্ষা চলাকালে কেবলমাত্র পরীক্ষার্থীদের হলে থাকার ব্যবস্থা নেয়া, সরকারের সঙ্গে দ্রুত যোগাযোগ করে শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সবার টিকা নিশ্চিত করা, রাষ্ট্রের প্রচলিত বিধান অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নৈমিত্তিক ছুটি এবং চিকিৎসা ছুটি আইনি কাঠামোর মাধ্যমে নিশ্চিত করা; বিশ্ববিদ্যালয়ের অধিক্ষেত্রগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, শিক্ষকদের পদোন্নতিসহ অন্যান্য প্রশাসনিক বিষয়ের দ্রুত সমাধান এবং করোনাকালে মেডিক্যাল সেন্টারে সেবার মানোন্নয়ন এবং সার্বক্ষণিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া।
এ বিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক বলেন, ‘আমরা শিক্ষক সমিতি হিসেবে এসব দাবি করতেই পারি। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে ভ্যাকসিনের আওতায় আনা ছাড়া হল খোলা যাবে না। সেই অনুযায়ীই আমাদের হাঁটতে হবে।’