বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টিএসসির বর্তমান ভবন ভেঙেই নতুন নকশা হবে

  •    
  • ৩০ মে, ২০২১ ০১:৫৫

বিদ্যমান কাঠামো অক্ষুণ্ন রেখে তৈরি করা একটি নকশা নিয়ে উচ্চপর্যায়ে বৈঠক হয়। বৈঠকে প্রধানমন্ত্রী আরও কয়েকটা নকশা দেখে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন বলে জানান।

টিএসসির নতুন নকশায় বিদ্যমান কাঠামো অক্ষুণ্ন থাকছে না। খোলামেলা জায়গা তৈরি করে আন্তর্জাতিক মানের, পরিবেশবান্ধব এবং গুণগত মানসম্পন্ন নতুন নকশা বানাতে স্থাপত্য অধিদপ্তরকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

টিএসসির বিদ্যমান কাঠামো অক্ষুণ্ন রেখে স্থাপত্য অধিদপ্তরের সর্বশেষ তৈরি করা নকশা দেখতে ২৫ মে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো.আখতারুজ্জামানক ডেকেছিলেন প্রধানমন্ত্রী।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. মুহাম্মদ সামাদসহ অধিদপ্তর-সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সভায় উপস্থিত এক সদস্য নিউজবাংলাকে জানান, ওই নকশা নিয়ে সেদিন প্রায় আড়াই ঘণ্টার বৈঠক হয়েছিল। তবে প্রধানমন্ত্রী আরও কয়েকটা নকশা দেখবেন। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো আখতারুজ্জামান নিউজবাংলাকে বলেন, ‘টিএসসির প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর শুরু থেকেই বিশেষ আবেগ এবং আকর্ষণ রয়েছে। স্থাপত্য অধিদপ্তরের তৈরি করা টিএসসির নকশা দেখতেই সেদিন প্রধানমন্ত্রী আমাদের ডেকেছেন। নকশাটি দেখে মাননীয় প্রধানমন্ত্রী কয়েকটা নির্দেশনা দিয়েছেন।

‘টিএসসির পুরো জায়গাটিকে বিবেচনায় নিয়ে খোলামেলা জায়গা তৈরি করে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন, পরিবেশবান্ধব এবং গুণগত মানসম্পন্ন টিএসসির নকশা বানাতে বলছেন প্রধানমন্ত্রী। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন যেন সেখানে কাজ করতে পারে, এক হাজারের ওপর ধারণক্ষমতাসম্পন্ন অডিটরিয়ামসহ আরও একটা ছোট অডিটোরিয়াম, কফি কর্নার, ইনডোর গেমসসহ সব উপাদান যেন থাকে, সে নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। গুণগত মান এবং আধুনিকতার যেন কোনো ব্যত্যয় না ঘটে, সেটির ওপর মাননীয় প্রধানমন্ত্রী অধিক গুরুত্ব দিয়েছেন।’

উপাচার্য বলেন, ‘টিএসসিতে মেয়েদের জন্য একটি সুইমিং পুলের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। তবে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলেছি, বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যানে মেয়েদের জন্য স্বতন্ত্র খেলার মাঠ এবং সুইমিং পুল আছে। উনি শুনে সন্তোষ প্রকাশ করেছেন। তাই টিএসসিতে সুইমিং পুল না করতে বলা হয়েছে। টিএসসিতে অবস্থিত গ্রিক মনুমেন্ট, টেম্পল যেন আরও আকর্ষণীয় হয়ে ওঠে, সেজন্য এগুলোকে অত্যন্ত ভালোভাবে সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণের কথা বলেছেন প্রধানমন্ত্রী। এটিই আমাদের ঐতিহ্যকে ধরে রাখবে।’

নিউজবাংলাকে উপাচার্য বলেন, ‘সর্বশেষ নকশা অনুযায়ী টিএসসির ফাঁকা পরিত্যক্ত জায়গায় আমরা নতুন ভবনের কথা বলেছিলাম। তবে টিএসসিতে খোলামেলা জায়গা তৈরি করতে বলেছেন প্রধানমন্ত্রী। আমরা যে ভবনটির প্রস্তাব দিয়েছিলাম, স্থাপত্যবিদরা বলেছেন, সেটি ছিল ২ লাখ বর্গফুট। আর মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, তাতে ৪ লাখ বর্গফুট জায়গা হবে এবং উম্মুক্ত জায়গাও বাড়বে। টিএসসির বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী দেখভাল করছেন। এ বিষয়ে উনি (প্রধানমন্ত্রী) গণপূর্ত অধিদপ্তরকে নির্দেশনা দিয়েছেন আর আমাদের প্রয়োজনীয় সহযোগিতা করতে বলেছেন। অর্থের বিষয়টিও সরকার দেখবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।’

এ বিষয়ে সভায় উপস্থিত অধ্যাপক মো. সামাদ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর যে রুচি এবং আধুনিক স্থাপত্যকলা সম্পর্কে ওনার যে ধারণা, অভিজ্ঞতা এবং বর্তমান সময়ের যে চাহিদা- সব মিলিয়েই উনি টিএসসি করতে চান। প্রধানমন্ত্রী সেভাবেই অগ্রসর হচ্ছেন। সেটি করলেই ছাত্র-শিক্ষক সকলের জন্য সুন্দর হবে।’

নকশার বিষয়ে জানতে গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শফিকুল ইসলামকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি। একই বিষয়ে স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মীর মঞ্জরুর রহমানকে ফোন দিলে তিনি একটি সভায় আছে বলে ফোন কেটে দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবুল কালাম সিকদার বলেন, ‘গণপূর্ত বিভাগ নকশার কাজ শুরু করেছে কিনা জানি না। তবে আমার কাছে এখনও কোনো খবর আসেনি।’

গত বছরের ২ সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনটিকে তিনি আধুনিক ভবন হিসেবে দেখতে চান। সেই লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভবনের নকশা প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও বিষয়টি নিয়ে উদ্যোগী হয়। টিএসসিকে নতুন করে গড়ার লক্ষ্যে সরকারের গণপূর্ত অধিদপ্তর কাজ করছে।

গত বছরের শেষ দিকে গণপূর্ত অধিদপ্তরকে টিএসসি নিয়ে নিজেদের চাহিদাপত্র জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর থেকে অধিদপ্তর ঢাকা বিশ্ববিদ্যালয়কে তিনটি নকশা দেখিয়েছে। এর মধ্যে প্রথম দুইটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পছন্দ হয়নি বলে নিউজবাংলাকে জানান ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবুল কালাম সিকদার।

তিনি বলেন, শেষে যে নকশাটি গণপূর্ত অধিদপ্তর বিশ্ববিদ্যালয়কে দেখিয়েছিল, সেটিতে দুইটি অংশ ছিল। দুইটাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পছন্দ হয়েছে। দুটির একটির মধ্যে সিরামিক ইট বসানো, অন্যটিতে বালি বসানো–এ রকম পার্থক্য ছিল। তবে দুইটির মূল থিম ছিল, বিদ্যমান কাঠামো অক্ষুণ্ন রেখে টিএসসির সুইমিংপুলের জায়গায় নতুন দশতলা ভবন তৈরি। আর অন্য ভবনগুলোকে রিপেয়ার করে সুন্দর করা।

এ বিভাগের আরো খবর