বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আবরারের ‘খুনি’র সঙ্গে ক্লাস নয়: বুয়েটে মানববন্ধন

  •    
  • ২৭ মে, ২০২১ ১৮:৩৭

শিক্ষার্থীরা আশিকুল ইসলাম বিটুর কোর্স রেজিষ্ট্রেশন বাতিল এবং আবরার ফাহাদ হত্যাকাণ্ডে সম্পৃক্ততার দায়ে স্থায়ীভাবে বহিষ্কৃত কেউ যাতে আর একাডেমিক কার্যক্রমে ফিরতে না পারেন, তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানান শিক্ষার্থীরা। শনিবারের মধ্যে তাদের এ দাবি কার্যকর না হলে পরদিন থেকে সব একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেন তারা। 

আবরার ফাহাদ হত্যার ঘটনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে আজীবন বহিষ্কৃত আশিকুল ইসলাম বিটু সম্প্রতি আদালতের স্টে অর্ডার নিয়ে অনলাইন ক্লাসে অংশ নিয়েছেন।

আবরারের ‘খুনি’ অভিযোগে তার সঙ্গে কোনো শর্তেই ক্লাস করবেন না বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বুয়েট ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এ কথা জানানো হয়। বিটুর ক্লাসে ফেরত আসার প্রতিবাদে ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করা হয় ।

গত ২২ মে বিটু কেমিকৌশল লেভেল-৩ টার্ম-১-এর একটি কোর্সের অনলাইন ক্লাসে অংশ নেন। এরপর থেকেই বিষয়টি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

এরপর শিক্ষার্থীরা আশিকুল ইসলাম বিটুর কোর্স রেজিষ্ট্রেশন বাতিল এবং আবরার ফাহাদ হত্যাকাণ্ডে সম্পৃক্ততার দায়ে স্থায়ীভাবে বহিষ্কৃত কেউ যাতে আর একাডেমিক কার্যক্রমে ফিরতে না পারেন, তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানান।

শনিবারের মধ্যে তাদের এ দাবি কার্যকর না হলে পরদিন থেকে সব একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে লিখিত বক্তব্য পড়েন ১৭ ব্যাচের মেকানিক্যাল বিভাগের শিক্ষার্থী আলী আহমেদ মোয়াজ। বলেন, ‘আশিকুল ইসলাম বিটুর সাথে একাডেমিক কার্যক্রম চালিয়ে নিতে কোনো শর্তেই ইচ্ছুক নই, এই মর্মে বুয়েট প্রশাসনের কাছে দাবি উত্থাপন করি। প্রশাসন দ্রুততম সময়ে আমাদের সাথে যোগাযোগ করে অনানুষ্ঠানিকভাবে জানিয়েছে যে আশিকুল ইসলাম বিটুর কোর্স রেজিস্ট্রেশন এখনও সম্পন্ন হয়নি বিধায় সে ক্লাসে অংশগ্রহণ করতে পারবে না এবং কোর্সগুলোতে তার অন্তর্ভুক্তি বাতিল করা হয়েছে। বুয়েট প্রশাসন আমাদের এই মর্মে আশ্বাস প্রদান করেছে যে অবিলম্বে আদালতের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করা হবে।’

মোয়াজ বলেন, ‘আমাদের প্রত্যাশা ২৯ মে’র মধ্যে বুয়েট প্রশাসন আদালতের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করবে। কোনো কারণে এই সময়ের মধ্যে আপিল করতে না পারলে, আপিল করার প্রতিশ্রুতি একটি গ্রহণযোগ্য সময়সীমাসহ অফিশিয়াল বিবৃতি/নোটিশে অন্তর্ভুক্ত করবে।

‘এ দুটির যেকোনো একটি কার্যকরের পরিপ্রেক্ষিতে আমরা আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি পুনর্বিবেচনা করে একাডেমিক কার্যক্রম বর্জনের সিদ্ধান্ত থেকে সরে আসব।’

গত ২২ মে কেমিকৌশল ১৭ ব্যাচের একটি কোর্সের ক্লাসে আশিকুলকে অংশ নিতে দেখা যায়। এর আগে ১০ ফেব্রুয়ারি আশিকুল তার বহিষ্কারাদেশের বিরুদ্ধে আদালত থেকে স্থগিতাদেশ পান এবং বুয়েটে তার একাডেমিক কার্যক্রমে অন্তর্ভুক্তির জন্য আবেদন করেন।

পরে ৪ এপ্রিল বুয়েটে প্রশাসন আবেদনের সাপেক্ষে আশিকুলকে ক্লাস করার অনুমতি দেয়। পরিপ্রেক্ষিতে তাকে প্রাতিষ্ঠানিক ই-মেইল দেয়া ও বুয়েটের অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনার প্ল্যাটফর্ম মাইক্রোসফট টিমসের সংশ্লিষ্ট কোর্সগুলোতে অন্তর্ভুক্ত করা হয়। এর মাধ্যমে তাকে কেমিকৌশল ’১৭ ব্যাচের সঙ্গে লেভেল-৩ টার্ম-১-এর অন্তত ৪টি কোর্সে একাডেমিক কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেয়া হয়।

এ বিভাগের আরো খবর