রংপুরের পীরগাছায় মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের যাত্রা শুরু হয়েছে।
পীরগাছা উপজেলার পশ্চিম দেবু এলাকায় শুক্রবার বিকেলে ওই কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
তিনি বলেন, পীরগাছায় ৪৫ শতক জমিতে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করা হবে। এরই মধ্যে নির্মাণ কার্যক্রম পরিচালনার জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দেয়া হয়েছে।
কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে বাণিজ্যমন্ত্রী পীরগাছা উপজেলা চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্যে দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আজ অনেক এগিয়ে গেছে। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে এ দেশকে পিছিয়ে দেয়ার ষড়যন্ত্র করা হয়েছিল। এখনও পরাজিত শক্তি ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিনসহ অনেকে।
পরে পীরগাছার তাম্বুলপুরে রমজান আলী মুন্সি কলেজ পরিদর্শন করেন টিপু মুনশি।
বাণিজ্যমন্ত্রী গত মঙ্গলবার থেকে নিজের নির্বাচনী এলাকা কাউনিয়া ও পীরগাছায় ঈদের শুভেচ্ছা বিনিময়সহ ত্রাণসামগ্রী বিতরণ করেন।