ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বায়োকেমিস্ট্রি বিভাগের শিক্ষার্থীরা।
ইসরায়েলের সহিংসতায় আহত ফিলিস্তিনিদের জন্য নগদ অর্থ সহায়তা দিয়েছেন বিভাগের তৃতীয় ব্যাচের শিক্ষার্থীরা।
বুধবার সাংবাদিকদের এসব কথা জানান এ কাজের উদ্যোগীরা। মঙ্গলবার রাজধানীর ফিলিস্তিন দূতাবাসে এ অর্থ সহায়তা পৌঁছে দিয়ে আসা হয়েছে বলে জানান তারা।
উদ্যোগ নেয়া একজন শিক্ষার্থী নওশীন নাওয়ার জয়া জানায়, আমি ফেসবুকে ফরাজ করিম নামে একজনের পোস্টে দেখি তিনি ফিলিস্তিনে ঔষদ পাঠানোর একটা উদ্যোগ নিয়েছেন। ঔষধ কিনে তাকে কুরিয়ার করলে তিনি দূতাবাসে পৌঁছে দেবেন।
পরবর্তীতে আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধু ও পরিবারের অনেকেই এ উদ্যোগে যোগ দিতে আগ্রহ দেখান।
দেশের বাইরে যারা থাকেন তাদের পক্ষে ঔষধ কিনে দেয়া সম্ভব নয়, তারা সরাসরি টাকা পাঠাতে চান।
এমন আরও কিছু সমস্যা নিয়ে আমরা সরাসরি ফিলিস্তিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করি। কাজটি আরও সহজ হয়ে যায়।
তাদের এই উদ্যোগকে সাদরে গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরাও ফান্ড গঠনের উদ্যোগ নিয়েছেন।