সারাদেশে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় সরকারের দেয়া চলমান লকডাউনের সঙ্গে মিল রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) বন্ধের সময়কাল বাড়ানো হয়েছে।
তবে এ সময়ে অনলাইন ক্লাস এবং বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিসেবা চালু থাকবে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে ১৬ মে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্যের আদেশক্রমে রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামানের সই করা এ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে অনলাইন ক্লাস এবং বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিসেবা (বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, পরিষ্কার পরিচ্ছন্নতা ও নিরাপত্তা) চালু থাকবে এবং সরকারের জারি করা অন্যান্য নির্দেশনাও পালন করা হবে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, সরকারের কঠোর বিধিনিষেধের পরিপ্রেক্ষিতেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম বন্ধের সময়সীমা বাড়ানো হয়েছে।
‘আপাতত ২৩ মে পর্যন্ত দপ্তরগুলো বন্ধ রাখা হয়েছে, আর বিশ্ববিদ্যালয়ে সরাসরি ক্লাস-পরীক্ষা নেয়ার ব্যাপারে ২৯ মে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। ঈদের আগে বিশ্ববিদ্যালয়ের যে সব বিভাগে ক্লাস চালু ছিল তারা পুনরায় অনলাইনে ক্লাস নিতে পারবে।’