স্পেনভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশনস এর র্যাংকিংয়ে চলতি বছরের বিষয়ভিত্তিক তালিকায় কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে (সিএসই) শীর্ষস্থান অর্জন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।
এ তালিকায় কম্পিউটার বিজ্ঞানে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং তৃতীয় স্থানে আছে চট্টগ্রামে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)।
সিমাগোর ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে চতুর্থ এবং বৈশ্বিক র্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা ও গবেষণা সংক্রান্ত প্রতিষ্ঠানের মধ্যে ৭৬৬তম অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
কলা ও মানবিকী, রসায়ন, গণিত, অর্থনীতি, কৃষি ও জৈবিক বিজ্ঞান, প্রকৌশলসহ ১৬টি বিষয়ভিত্তিক শীর্ষ প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে সিমাগো ইনস্টিটিউশনস।
তালিকাতে বিজনেস, ম্যানেজমেন্ট ও একাউন্টিং বিভাগে তৃতীয়, ইঞ্জিনিয়ারিং এ চতুর্থ, এগ্রিকালচার অ্যান্ড বায়োলজিক্যাল সায়েন্সে ষষ্ঠ, এনভায়রনমেন্টাল সায়েন্সে সপ্তম, ফিজিক্স অ্যান্ড এস্ট্রোনমিতে ১২তম অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। পাশাপাশি এনার্জি গবেষণাতেও প্রথম স্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও আইসিটি সেলের পরিচালক খাইরুল ইসলাম বলেন, ‘এই র্যাংকিংগুলো করা হয় গবেষণা পাবলিকেশনের ওপর। আমাদের বিভাগের শিক্ষকরা অনেক গবেষণা করছেন। আমাদের পাবলিকেশনের সংখ্যাও অনেক। আমার নিজেরও গত ছয় মাসে আটটার মতো পাবলিকেশন হয়েছে।’
স্পেনভিত্তিক সিমাগো ইনস্টিটিউশন থেকে প্রতিবছর শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের র্যাংকিং প্রকাশ করা হয়ে থাকে। ২০০৯ সাল থেকে এই র্যাংকিং প্রকাশ হয়ে আসছে।