করোনাভাইরাস মহামারির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে আর্থিক সংকটে পড়া নন এমপিও শিক্ষক কর্মচারীদের জন্য ৭৪ কোটি ৮১ লাখ ৭০ হাজার টাকা অনুদান ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার প্রধানমন্ত্রীর প্রেস উইং অনুদানের এ তথ্য নিশ্চিত করে।
অনুদানের আওতায় নন এমপিও মোট এক লাখ ৬৭ হাজার ২২৫ শিক্ষক-কর্মচারি এককালীন আর্থিক সহায়তা পাবেন।
সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের এক লাখ পাঁচ হাজার ৭৮৫ জন ও কারিগরি, মাদ্রাসা ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার ৬১ হাজার ৪৪০ জন শিক্ষক কর্মচারিকে দেয়া হবে এ অনুদান।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, এই অনুদানের আওতায় প্রত্যেক শিক্ষককে দেয়া হবে ৫ হাজার টাকা; আর প্রত্যেক কর্মচারি পাবেন আড়াই হাজার টাকা।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস রানা সাংবাদিকদের জানান, এরই মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অনুকূলে ৪৬ দশমিক ৬৩৩ কোটি এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অনুকুলে ২৮ দশমিক ১৮৪ কোটি টাকা অনুদান প্রদান করেছেন প্রধানমন্ত্রী।
দেশে করোনা সংক্রমণ শুরু হলে গত বছরের মার্চ থেকে ছুটি ঘোষণা করা হয় সব শিক্ষা প্রতিষ্ঠানে। এর মধ্যে কয়েক দফা বেড়েছে ছুটির মেয়াদ।
সরকারের সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী ২১ মে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা। তবে করোনার দ্বিতীয় সংক্রমণ চলতে থাকায় তাও এখন অনিশ্চিত।