বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঢাবিতে ছাত্রদল নেত্রীকে লাঞ্ছিত করার অভিযোগ

  •    
  • ১০ মে, ২০২১ ২২:০৩

সোমবার বেলা ২টা ১০ মিনিটে খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে ব্যানার নিয়ে রাজু ভাস্কর্যে অবস্থান নেন মানসুরা আলম। এর এক মিনিট পরেই ছাত্রলীগের চারজন নেতা এসে মানসুরার ব্যানার ছিঁড়ে ফেলেন। মানসুরা আলমের অভিযোগ, এ সময় ছাত্রলীগ নেতারা তাকে মারধর করেছেন।

খালেদা জিয়ার উন্নত চিকিৎসা এবং নিঃশর্ত মুক্তির দাবিতে অবস্থান নেয়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সদস্য মানসুরা আলমকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। ছাত্রলীগের কয়েকজন নেতার বিরুদ্ধে এ অভিযোগ তোলা হয়।

সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এ ঘটনা ঘটে। মানসুরা আলম নিজেই নিউজবাংলার কাছে এ অভিযোগ করেছেন।

জানা যায়, সোমবার বেলা ২টা ১০ মিনিটে খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে ব্যানার নিয়ে রাজু ভাস্কর্যে অবস্থান নেন মানসুরা আলম। এর এক মিনিট পরেই ছাত্রলীগের চারজন নেতা এসে মানসুরার ব্যানার ছিঁড়ে ফেলেন। মানসুরা আলমের অভিযোগ, এ সময় ছাত্রলীগ নেতারা তাকে মারধর করেছেন।

নিউজবাংলাকে মানসুরা আলম বলেন, আমি ব্যানার নিয়ে বসতেই ছাত্রলীগের চারজন এসে আমার ব্যানার ছিঁড়ে ফেলেন। এরপর আমাকে লাঞ্ছিত করা হয়। চারজনের মধ্যে দুইজনকে আমি চিনতে পেরেছি। তাদের মধ্যে একজন সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা, অন্যজন এফ রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রহীম সরকার ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের অবস্থান কর্মসূচির ব্যানার। ছবি নিউজবাংলা

মানসুরা বলেন, তারা যখন আমার ব্যানার ছিঁড়ে তখন প্রক্টরিয়াল টিম এবং পুলিশ পাশেই ছিল। তারা কোনো পদক্ষেপ নেয়নি।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক প্রক্টরিয়াল টিমের এক সদস্য নিউজবাংলাকে বলেন, আমরা ঘটনাটা দেখেছি। তবে মেয়েটার আচরণ ভালো ছিল না। আমির হামজা ভাই যখন ব্যানার নিয়ে ফেলতে চেষ্টা করছিলেন, তখন মেয়েটা আমির ভাইকে লাথি দেয়। এরপর আমির ভাই মেয়েটিকে কয়েকটা লাথি দিয়ে ব্যানার নিয়ে চলে যান৷

এ বিষয়ে আমির হামজা নিউজবাংলাকে বলেন, তারা ক্যাম্পাসে বিশৃঙ্খলার চেষ্টা করছে। আমরা তাদের শান্তভাবে বুঝাতে গিয়েছি৷ তিনি উল্টো আমাকে লাথি মেরেছেন।

কী ধরনের বিশৃঙ্খলা জানতে চাইলে আমির বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি খালেদার নিঃশর্ত মুক্তি দাবি করেছে তারা । তাকে নিয়ে নোংরা রাজনীতি করার চেষ্টা করছে ।

বিশৃঙ্খলা দমন ছাত্রলীগের কাজ কিনা জানতে চাইলে আমির হামজা বলেন, ক্যাম্পাসে কেউ বিশৃঙ্খলা করলে আমরা সাধারণ শিক্ষার্থীরা কি তা মেনে নেব?

এই ঘটনা দেখেও প্রক্টরিয়াল টিম কেন চুপ থেকেছে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবদুর রহীম বলেন, ক্যাম্পাসে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয় সে বিষয়টা তদারকি করতে টিমের প্রতি নির্দেশনা দেয়া আছে।

এ বিভাগের আরো খবর