বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাবির ছাত্র উপদেষ্টা হলেন তারেক নূর

  •    
  • ২৯ এপ্রিল, ২০২১ ২২:০১

তারেক নূর ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন। মাস্টার্সে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তিনি ভারতের রাষ্ট্রপতি পদক লাভ করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তারেক নূর। বৃহস্পতিবার রাবি রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত এক আদেশে এসব তথ্য জানা যায়। বেলা বারোটার দিকে নতুন দায়িত্ব বুঝে নিয়েছেন তারেক নূর।

ছাত্র উপদেষ্টা তারেক নূর বলেন, ‘প্রত্যাশা থাকবে প্রত্যেক শিক্ষার্থী যেন শিক্ষার সুষ্ঠু পরিবেশ পান। তাদের শিক্ষাজীবনের সকল বাধা ও সংকট কাটিয়ে উঠার জন্য আমি সর্বাত্মক সহযোগিতা করবো।’

রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. মো. আজিজুর রহমান জানান, সহযোগী অধ্যাপক তারেক নূর বৃহস্পতিবার দুপুরে দায়িত্বে যোগদান করেছেন। এসময় রাবি প্রক্টর প্রফেসর লুৎফর রহমানসহ হল প্রাধ্যক্ষ ও বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

তিনি আরো জানান, তারেক নূর ১৯৯৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০১৩ সালে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। তিনি ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাছাড়া তিনি ২০০৬ সালে রাবি শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক ছিলেন। তিনি বাংলাদেশ রাষ্ট্রবিজ্ঞান সমিতির একজন সদস্য।

তারেক নূর ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন। মাস্টার্সে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তিনি ভারতের রাষ্ট্রপতি পদক লাভ করেন।

এ বিভাগের আরো খবর