সরকারের দেয়া লকডাউনের কারণে ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সব বিভাগ/দপ্তর বন্ধ থাকবে।
মঙ্গলবার উপাচার্যের (ভারপ্রাপ্ত) আদেশক্রমে রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে করোনাভাইরাস পরিস্থিতি অবনতির কারণে ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ/দপ্তর বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লকডাউন চলাকালে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবা (বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন ও ইন্টারনেট এবং নিরাপত্তা) চালু থাকবে এবং সরকারের জারি করা অন্যান্য নির্দেশনাও পালন করা হবে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। সরকার ছুটি বাড়ালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও বাড়াবে। এমন পরিস্থিতিতে সরকারের বাইরে গিয়ে সিদ্ধান্ত নেয়া কোনোভাবেই সম্ভব নয়।
করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় গত ৩১ মার্চ প্রথম ধাপের লকডাউনের আগেই সরকারি নির্দেশনা অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভাগ/দাপ্তরিক কার্যক্রম সীমিত আকারে পরিচালনা ও বিভিন্ন বিভাগের পরীক্ষা বন্ধ করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।