ফরিদপুর মেডিক্যাল কলেজের নাম পাল্টে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ করা হয়েছে। এখন থেকে হাসপাতালটির নাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতাল, ফরিদপুর।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষাসচিব আলী নূরের সই করা করা এক বিজ্ঞপ্তিতে ৪ এপ্রিল এ তথ্য জানানো হয়। তথ্যটি সংবাদমাধ্যমে আসে বুধবার।
গত ১৪ ফেব্রুয়ারি ফরিদপুর মেডিক্যাল কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। নামকরণের প্রস্তাবে অনুমোদন দিয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট।
গত ১২ মার্চ ট্রাস্টের ফরিদপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানকে অনুমোদনের চিঠি দেয়া হয়।
দেশের স্বাস্থ্য-শিক্ষাকে এগিয়ে নিতে ১৯৯২ সালে ফরিদপুর শহরে স্থাপন করা হয় ফরিদপুর মেডিক্যাল কলেজ।