৩০ মার্চ নয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হচ্ছে ২৩ মে।
বৃহস্পতিবার বিকেলে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে বৈঠক শেষে মন্ত্রণালয়ে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ আবার বেড়ে যাওয়ায় ৩১ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা থাকলেও সেটি পিছিয়ে রোজার ঈদের পর খুলতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউতে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা বারবার বলছি, শিক্ষার্থীদের সুরক্ষার বিষয় বিবেচনায় থাকবে। আমাদের কাছে সবচেয়ে বিবেচ্য বিষয়, আমাদের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী, অভিভাবকদের সুরক্ষা ও সার্বিক নিরাপত্তা। যেভাবে আমাদের দেশ করোনা নিয়ন্ত্রণে চলে এসেছিল, আমরা খুবই আশাবাদী ছিলাম মার্চের ৩১ তারিখে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব।’
গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। ধাপে ধাপে আট দফা ছুটি বাড়ানো হয়েছে। ২৭ ফেব্রুয়ারি সরকার সিদ্ধান্ত নেয় ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার। শবেবরাতের ছুটির কারণে এক দিন পিছিয়ে ৩১ মার্চ খোলার সিদ্ধান্ত হয়।
- আরও পড়ুন: ঈদের আগে খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান