বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কানাডিয়ান ইউনিভার্সিটির উপ-উপাচার্য হলেন ড. শেখ মামুন খালেদ

  •    
  • ২২ মার্চ, ২০২১ ১৮:২৬

লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ কর্মজীবনে বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্টসহ সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত উপাচার্য হিসেবে কর্মরত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে।

কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের উপ-উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল অধ্যাপক ড. শেখ মামুন খালেদ।

সোমবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ কর্মজীবনে বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্টসহ সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত উপাচার্য হিসেবে কর্মরত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে (বিইউপি)।

অধ্যাপক ড. মামুন খালেদ বিইউপির চ্যান্সেলর গোল্ড মেডেল ও পিএইচডি সম্পন্নকারী প্রথম ব্যক্তি এবং ভিশনারি লিডারশিপের উপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ২০২০ সালে দ্বিতীয় পিএইচডি ডিগ্রি লাভ করেন। এমবিএতে অসামান্য কৃতিত্বের কারণে মর্যাদাপূর্ণ চ্যান্সেলর গোল্ড মেডেল লাভ করেন তিনি।

সাবেক এই লেফটেন্যান্ট জেনারেল বিশ্বের স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে তিনটি এমবিএ ডিগ্রিসহ পাঁচটি মাস্টার্স ডিগ্রি লাভ করেন, যার একটি কিংস কলেজ লন্ডন থেকে। বর্তমানে তিনি ইংল্যান্ডের টিসাইড ইউনিভার্সিটিতে ডক্টর অব বিজনেস আ্যাডমিনিস্ট্রেশনে (ডিবিএ) অধ্যয়ন করছেন।

এ বিভাগের আরো খবর