বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সিটিটিসির উগ্রবাদবিরোধী রচনা প্রতিযোগিতা

  •    
  • ২০ মার্চ, ২০২১ ১৬:৪৬

শিক্ষার্থীদের মধ্যে সহিংস উগ্রবাদবিরোধী সচেতনতা বাড়াতে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের কাছ থেকে তিন ক্যাটাগরিতে রচনা প্রতিযোগিতার আহ্বান করা হয়েছে। বিজয়ীদের জন্য প্রথম পুরস্কার ৫০ হাজার, দ্বিতীয় পুরস্কার ৩০ হাজার ও তৃতীয় পুরস্কার ২০ হাজার টাকা।

শিক্ষার্থীদের কাছ থেকে উগ্রবাদবিরোধী রচনা আহ্বান করেছে জঙ্গি ও সন্ত্রাস দমনে গঠিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ ইউনিট কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

সহিংস উগ্রবাদবিরোধী সচেতনতা বাড়ানোর জন্য স্কুল, কলেজ ও মাদ্রাসাশিক্ষার্থীদের কাছ থেকে তিন ক্যাটাগরিতে এই রচনা প্রতিযোগিতার আহ্বান করা হয়েছে।

এর মধ্যে ‘ক’ গ্রুপে একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য সাড়ে ৪ হাজার থেকে ৫ হাজার শব্দের মধ্যে ‘সহিংস উগ্রবাদের বিস্তার রোধে বাঙালি সংস্কৃতির লালন ও সুকুমার বৃত্তির চর্চার প্রয়োজনীয়তা’ শিরোনামে রচনা আহ্বান করা হয়েছে।

‘খ’ গ্রুপে (মাদ্রাসা) ন্যূনতম অষ্টম শ্রেণির জন্য সাড়ে ৪ হাজার থেকে ৫ হাজার শব্দের মধ্যে ‘প্রকৃত ধর্মীয় শিক্ষা উগ্রবাদী চেতনার পরিপন্থি’ শিরোনামে এবং ‘গ’ গ্রুপে (স্কুল) অষ্টম, নবম ও দশম শ্রেণির জন্য সাড়ে ৩ হাজর থেকে ৪ হাজার শব্দের মধ্যে ‘সহিংস উগ্রবাদ প্রতিরোধে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা’ শিরোনামে রচনা চাওয়া হয়েছে।

রচনা পাঠানোর শেষ সময় আগামী ৫ এপ্রিল বিকেল ৫টা। রচনা পাঠানোর ঠিকানা- প্রকল্প পরিচালক, বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্প, কক্ষ নং ৪০৭, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট ভবন, ৩৬ মিন্টো রোড, ঢাকা। এ ছাড়া রচনা ই-মেইলে পাঠানো যাবে dcrnd.ct@dmp.gov.bd এই ঠিকানায়।

বিজয়ীদের জন্য প্রথম পুরস্কার ৫০ হাজার, দ্বিতীয় পুরস্কার ৩০ হাজার ও তৃতীয় পুরস্কার ২০ হাজার টাকা।

রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম

১. রচনা বাংলা ভাষায় লিখতে হবে। তবে উদ্ধৃতির ক্ষেত্রে বিদেশি ভাষার ব্যবহার হতে পারে। সে ক্ষেত্রে উদ্ধৃতির বাংলা অনুবাদ থাকতে হবে।

২. এ ফোর সাইজের সাদা কাগজে নিজ হাতে লিখে অথবা এমএস ওয়ার্ডে কম্পিউটার কম্পোজ (SutonnyMj ফ্রন্ট) করে পাঠাতে হবে (উভয় পৃষ্ঠায় নয়)।

৩. লেখার সঙ্গে নিজের ও শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, শ্রেণি/বিভাগ, রোল, বর্ষ, শাখা এবং মোবাইল নম্বর (যোগাযোগের জন্য) উল্লেখ করতে হবে।

৪. প্রতিযোগীদের শিক্ষাপ্রতিষ্ঠানের দেয়া শিক্ষার্থী পরিচয়পত্রের ফটোকপি ও পাসপোর্ট সাইজের দুই কপি ছবি পাঠাতে হবে।

৫. প্রতিযোগীকে রচনার সঙ্গে এই মর্মে অঙ্গীকার করতে হবে যে এই রচনা লেখকের নিজস্ব, রচনাটি অন্য কোনো রচনা বা রচনার বাক্যবিশেষ অবিকল নয় বা হুবহু অনুবাদ নয়। উল্লেখ্য যে অঙ্গীকার দাখিল করা সত্ত্বেও যদি কর্তৃপক্ষের কাছে নির্ভরযোগ্য সূত্রে প্রমাণিত হয়, রচনাটি নকল বা অনুবাদ তাহলে তা বাতিল বলে বিবেচিত হবে।

৬. পুরস্কারপ্রাপ্ত রচনাগুলোর সিটিটিসির জন্য সংরক্ষিত থাকবে। সিটিটিসির প্রয়োজনে নির্বাচিত রচনা বা সব রচনা নিজস্ব ওয়েবসাইট বা বই আকারে প্রকাশ করতে পারবে।

৭. রচনা ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা ই-মেইলে পাঠাতে হবে। হাতে হাতে বা সরাসরি কোনো রচনা গ্রহণযোগ্য হবে না।

৮. খামের ওপর ‘উগ্রবাদবিরোধী রচনা প্রতিযোগিতা’ লিখতে হবে।

৯. বিচারকদের রায় চূড়ান্ত বলে বিবেচিত হবে।

বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় ২০২০-২০২১ অর্থবছরে ডিএমপির সিটিটিসি এই রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে।

এ বিভাগের আরো খবর