জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য হিসেবে দায়িত্ব পালন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজ বিভাগে যোগ দিয়েছেন অধ্যাপক ড. মীজানুর রহমান।
শনিবার তিনি নিজ বিভাগ মার্কেটিং বিভাগে যোগদান করেন।
নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করে মীজানুর জানান, ডেপুটেশন ছুটি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বপালন শেষে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে যোগ দিয়েছেন।
এ বিষয়ে শনিবার দুপুরে নিজের ফেসবুক টাইমলাইনে একটি চিঠি শেয়ার করেন মীজানুর রহমান। চিঠিটি তিনি মার্কেটিং বিভাগের চেয়ারম্যানের মাধ্যমে রেজিস্ট্রার বরাবর পাঠিয়েছেন।
চিঠিতে মীজানুর লিখেছেন, ‘আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালনের নিমিত্তে ২০১৩ সালের ২০ মার্চ থেকে গত ১৯ মার্চ পর্যন্ত ডেপুটেশন ছুটিতে ছিলাম। উক্ত ছুটি শেষে অদ্য ২০ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে অধ্যাপক পদে যোগদান করলাম।’
এ বিষয়ে বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন তিনি।
মীজানুর রহমানের যোগ দেয়ার চিঠিটি এখনও পাননি বলে জানিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এনামউজ্জামান নিউজবাংলাকে বলেন, ‘এ রকম কোনো চিঠি আমার নজরে আসেনি।’
এ বিষয়ে জানতে চাইলে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, ‘আজকে বিশ্ববিদ্যালয় বন্ধ। উনার যেহেতু মেয়াদ শেষ তাই আমি স্পেশাল অফিশিয়াল এরেজমেন্টে উনার আবেদন গ্রহণ করেছি। কালকে আমরা এটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে ফরওয়ার্ড করে দেব।’
এর আগে গত বুধবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং বিশ্ববিদ্যালয়ের অত্যাধুনিক মেডিক্যাল সেন্টার উদ্বোধনের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে বিদায় নেন অধ্যাপক মীজানুর। দুই মেয়াদে তিনি বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।
বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। নতুন ভিসি নিয়োগ এবং দায়িত্ব গ্রহণ পর্যন্ত তিনি এ দায়িত্বে থাকবেন।