রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর ১১১ অনিয়ম-দুর্নীতির অভিযোগসহ ৭৫৮ পৃষ্ঠার ‘শ্বেতপত্র’ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের একাংশ।
‘অধিকার সুরক্ষা পরিষদ’ নামের সংগঠনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় শনিবার সকালে সংবাদ সম্মেলন করে এই শ্বেতপত্র প্রকাশ করেন সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ড. মতিউর রহমান।
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমরা লজ্জিত। আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহর অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার শ্বেতপত্র প্রকাশ করছি। এতে ১১১টি দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।’
ড. মতিউর জানান, বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য হিসেবে কলিমউল্লাহ ২০১৭ সালের ১৪ জুন যোগ দেন। এরপর থেকেই ব্যাপক দুর্নীতি, স্বজনপ্রীতি, জালিয়াতিসহ নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতা চালাচ্ছেন।
তিনি বলেন, ‘সম্প্রতি ১৮ জন ডেপুটি রেজিস্ট্রারকে রেখে সময়ের আগেই তড়িঘড়ি করে দুর্নীতির অন্যতম সহযোগী ও জাতীয় পতাকার অবমাননার এজাহারভুক্ত আসামি আমিনুর রহমানকে অতিরিক্ত রেজিস্ট্রার হিসেবে তিনি (কলিমউল্লাহ) পদোন্নতি দিয়েছেন। কারণ, তিনি উপাচার্যের একান্ত সচিব।’
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বিশ্ববিদ্যালয়ে জ্যেষ্ঠ ও দক্ষ অধ্যাপক থাকার পরেও ড. নাজমুল হককে একই সঙ্গে পরীক্ষা নিয়ন্ত্রক, জনসংযোগ প্রশাসক, বহিরাঙ্গন কার্যক্রম পরিচালক এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল-এর পরিচালকের দায়িত্ব দেয়া হয়েছে।
ড. মতিউর দাবি করেন, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলে আগের উপাচার্যের সই জাল করে আগের তারিখে নিয়োগ দেখিয়ে পছন্দের প্রার্থীকে কর্মচারী নিয়োগ দিয়েছেন উপাচার্য কলিমুল্লাহ।
তিনি বলেন, ‘বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের উপ-উপাচার্য ড. আবুল কাশেম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের সহযোগী অধ্যাপক এবং জানিপপের সদস্য ড. সাবের হোসেন চৌধুরী, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ড. শুচিতা শরমিন এবং উপাচার্যের ঘনিষ্ঠ তানভীর আবির প্রশিক্ষণ ও মিটিংয়ের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন।
‘সদ্য নিযুক্ত ট্রেজারার প্রফেসর ড. হাসিবুর রশিদকে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান করা হয়েছে। অথচ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন-২০০৯ এর ধারা ১৩ অনুযায়ী ট্রেজারার বিশ্ববিদ্যালয়ের অবৈতনিক আর্থিক কর্মকর্তা মাত্র। তিনি অ্যাকাডেমিক পদ গ্রহণ করতে পারেন না।’
সংবাদ সম্মেলনে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এবং উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগে শিক্ষক নিয়োগ বোর্ডে আছেন উপাচার্য কলিমউল্লাহ ও তার মা। দুইজন মিলেই শিক্ষক নিয়োগ দিয়েছেন। সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান উপাচার্য নিজেই, ওই অনুষদের ডিন পদেও রয়েছেন উপাচার্য। উপাচার্য হিসেবে তিনি নিয়োগ বোর্ডের সভাপতি আবার অনুষদের ডিন হিসেবে তিনি নিয়োগ বোর্ডের সদস্য, বিভাগীয় প্রধান হিসেবে তিনিই সদস্য। অপরদিকে তার মা বিষয় বিশেষজ্ঞ সদস্য।’
সমাজবিজ্ঞান বিভাগের ৩৮তম প্লানিং কমিটির সভায় প্রভাষক পদে ২০১৯ সালের ৩ অক্টোবর প্রকাশিত বিজ্ঞপ্তির অনুকূলে প্রার্থিতা বাছাই করা হয়। বাছাই রেজল্যুশনে ড. কলিমউল্লাহ ডিন হিসেবে একটি এবং বিভাগীয় প্রধান হিসেবে আরেকটি স্বাক্ষর করেন।
২০১৯ সালের ৫ নভেম্বর এর বিজ্ঞপ্তি অনুসারে ওই বিভাগে প্রভাষক (অস্থায়ী) নিয়োগের জন্যও প্ল্যানিং কমিটির রেজল্যুশন ড. নাজমুল আহসান কলিমউল্লাহ একইভাবে তিনটি সইয়ের মধ্যে একাই দুটি স্বাক্ষর করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অধ্যাপক ড. আবুল কাশেম মজুমদারকে (বিইউপির বর্তমান উপ-উপাচার্য) অন্তত ১০টি নিয়োগ বোডের্র সদস্য করা হয়েছে। এ ক্ষেত্রে বিষয় সংশ্লিষ্টতা দেখা হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রফেসর ড. শুচিতা শারমিনকে করা হয়েছে চারটি বিভাগের নিয়োগ বোর্ডের সদস্য।
উপাচার্যের একান্ত সচিব (পিএস) আমিনুর রহমানের ভায়রা ভাই একেএম মাহমুদুল হককে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগে স্বজনপ্রীতির মাধ্যমে শিক্ষক হিসেবে নিয়োগ দেয়ার অভিযোগও তোলা হয় সংবাদ সম্মেলনে। এতে বলা হয়, ‘নিয়োগের এক বছর পার হতে না হতেই তাকে (মাহমুদুল হক) সহকারী অধ্যাপক হিসেবে পুনর্নিয়োগ দেয়া হয়েছে। দুইজন সহকারী অধ্যাপক নিয়োগের বিপরীতে দুইজনের লিখিত পরীক্ষা নিয়ে একজনকে প্রথম এবং আরেকজনকে দ্বিতীয় করা হয় এবং আমিনুর রহমানের ভায়রা ভাইসহ দুজনকে নিয়োগ দেয়া হয়।’
এ ছাড়া, মার্কেটিং বিভাগে সহকারী অধ্যাপক নিয়োগ বোর্ডে একজন প্রার্থীর উপস্থিতিতে একজনকেই নিয়োগ দেয়া হয়। অর্থনীতি বিভাগে নিয়মনীতি লঙ্ঘন করে পছন্দের শিক্ষককে পদোন্নতি দিতে উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহ নিজেই প্ল্যানিং কমিটির সদস্য হয়েছেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, সিন্ডিকেট সভায় সেকশন অফিসার (গ্রেড-১), রিসার্চ অফিসারসহ বিজ্ঞাপ্তিতে সব কটি পদে অনুষ্ঠিত নিয়োগ বোর্ড বাতিল করলেও অতিগোপনে পরে রিসার্চ অফিসার পদে একজনকে নিয়োগ দেয়া হয়েছে।
শারীরিক শিক্ষা বিভাগের ফিজিক্যাল ইন্সট্রাক্টর পদে বিজ্ঞপ্তির শর্তে প্রার্থীর বয়স ৩০ বছর রাখা হলেও ৩৮ বছর বয়সী সোহেল রানাকে নিয়োগ দেয়া হয়।
শ্বেতপত্রে আরও অভিযোগ করা হয়, উপাচার্য দপ্তরে সেকশন অফিসার (গ্রেড-২) হিসেবে সুমাইয়া খানমকে নিয়োগ দেয়া হয়েছে বিজ্ঞপ্তির তিনটি শর্ত লঙ্ঘন করে। বিজ্ঞপ্তির চারটি শর্ত ভঙ্গ করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের অ্যাকাউন্টস অফিসার পদে নিয়োগ দেয়া হয়েছে উপাচার্যের ঘনিষ্ঠ এক শিক্ষকের ছোট ভাই নুরুজ্জামানকে।
ড. মতিউর সংবাদ সম্মেলনে বলেন, ‘উপাচার্যের পছন্দের প্রার্থীকে নিয়োগ দেয়ার জন্য নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত একেক সময় একেক রকমের করা হয়ে থাকে। পঞ্চম গ্রেডভুক্ত উপ-পরিচালক (অর্থ ও হিসাব), উপ-রেজিস্ট্রার এবং উপ-পরীক্ষা নিয়ন্ত্রক পদে প্রকাশিত বিজ্ঞপ্তির শর্তাবলিতে বয়স ৪০ বছর চাওয়া হলেও একই গ্রেডভুক্ত উপ-প্রধান প্রকৌশলী পদে নিয়োগের জন্য বয়স উল্লেখ করা হয়েছে ৫৮ বছর। এই উপ-প্রধান প্রকৌশলী পদে নিয়োগ দিয়েছিলেন উপাচার্যের ঘনিষ্ঠ একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে।
‘জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে ড. নাজমুল আহসান কলিমউল্লাহর লোকপ্রশাসন বিভাগ থেকে এবং একজন শান্তি ও সংঘর্ষ বিভাগের আরেকজনকে নিয়োগ দেয়া হয়েছে। ভাইভা বোর্ডে উপাচার্য এবং তার জানিপপের সদস্য শান্তি ও সংঘর্ষ বিভাগের শিক্ষক ড. সাবের হোসেন চৌধুরী নিয়োগ বোর্ডের বিশেষজ্ঞ সদস্য হিসেবে পছন্দের দুইজনকে নিয়োগ দিয়েছেন।’
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, উপাচার্য তার ব্যক্তিগত সহকারীর (ভর্তি জালিয়াতির অপরাধে সিন্ডিকেটে সাজাপ্রাপ্ত) চার আত্মীয় মোছা. নুর নাহার বেগমকে (স্ত্রী) সেমিনার সহকারী পদে, মামাতো ভাই মো. গোলাপ মিয়া ও বন্ধুর ছোট ভাই হযরত আলীকে এমএলএসএস পদে এবং ফুফাতো ভাই কাওসার হোসেনকে সেমিনার সহকারী পদে অবৈধভাবে নিয়োগ দিয়েছেন।
এ ছাড়া, উপাচার্য আইন লঙ্ঘন করে পরিচালক (অর্থ ও হিসাব) পদে নিয়োগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের একজন অধ্যাপককে। পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক পদেও অবসরপ্রাপ্ত কর্মকতা মো. মনোয়ারুল ইসলামকে নিয়োগ দেয়া হয়েছে। আইন লঙ্ঘন করে বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রারসহ এমন উচ্চতর চারটি পদে নিয়োগ দেয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বেশির ভাগ ক্ষেত্রে সরকারি ক্রয়নীতি অনুসরণ না করে অনিয়ম ও দুর্নীতি করা হয়েছে। ২০১৮ সালে যে প্রকল্প শেষ হওয়ার কথা, তা এখনও ৩৫ শতাংশ কাজের মধ্যেই রয়েছে। এই প্রকল্পে উপাচার্যসহ কয়েকজন কর্মকর্তার দুর্নীতি ও অনিয়মের প্রমাণ পেয়েছে ইউজিসির তদন্ত কমিটি।
দুর্নীতির উদাহরণ দিয়ে শ্বেতপত্রে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে পরিবহন পুলের সঙ্গে সংযোগ সড়ক নামে ছোট একটি ইট বিছানো রাস্তা নির্মাণ দেখিয়ে অন্তত ৫০ লাখ টাকার দুর্নীতি হয়েছে। ইউজিসির বরাদ্দ করা ৩৫ লাখ টাকার কাজে ৮৫ হাজার টাকা ব্যয় দেখানো হয়েছে।
এতে আরও বলা হয়, উপাচার্য ক্যাম্পাসে না থাকলেও বিশ্ববিদ্যালয়ে আপ্যায়ন ব্যয় দেখানো হয়েছে অন্তত ২১ লাখ টাকা। ২০১৮-২০১৯ অর্থ বছরেই আপ্যায়ন বাবদ ব্যয় দেখানো হয়েছে প্রায় ছয় লাখ টাকা। ২০১৯ সালের ২১ সেপ্টেম্বর চালের কেজি ধরা হয়েছে ২৯০ টাকা করে। এর আগে বা পরে সব ভাউচারে প্রতি কেজি চালের দাম দেখানো হয়েছে ১১০ টাকা।
সংবাদ সম্মেলনে বলা হয়, ‘ড. নাজমুল আহসান কলিমউল্লাহ উপাচার্য হিসেবে যোগ দেয়ার পর থেকে প্রায় তিন বছর পর্যন্ত বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও পরিচালকসহ একাই ১৬টি প্রশাসনিক পদে থেকে নানা ধরনের দুর্নীতি ও অনিয়ম করেছেন। আইন লঙ্ঘন করে ছয়টি অনুষদের মধ্যে চারটি অনুষদের ডিন দায়িত্ব নিয়েছিলেন। সমাজবিজ্ঞান বিভাগে বিভাগীয় প্রধান পদ দখল করে অন্তত ১০ লাখ টাকার কোনো হিসাব দিচ্ছেন না উপাচার্য।’
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ‘ড. ওয়াজেদ রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের অধীনে এমফিল এবং পিএইচডি কোর্সের অর্ধশতাধিক গবেষকের সুপারভাইজার উপাচার্য ড. কলিমউল্লাহ নিজেই। তিনি একাই একইসঙ্গে বিভিন্ন বিভাগের ২৬টি কোর্সে পাঠদানের দায়িত্বও নিয়েছিলেন। তিনি এসব কোর্স নেয়ার নামে নিয়মবহির্ভূতভাবে অর্থ উপার্জন করেছেন। খাতা মূল্যায়ন করেন তার পিএ আবুল কালাম আজাদ। বিভিন্ন বিভাগের ২৬টি কোর্স নিলেও কোনো কোনো কোর্সে একটি ক্লাস নিয়ে কোর্স শেষ করেছেন।’
শ্বেতপত্রে বলা হয়, ‘উপাচার্য আইন লঙ্ঘন করে ইউজিসির অনুমোদন ছাড়াই ঢাকায় ২০১৭ সাল থেকে এই বিশ্ববিদ্যালয়ের জন্য একটি লিয়াজোঁ অফিস চালু করেন। জরুরি কার্যাদি সম্পন্ন করার নামে স্থাপিত ওই লিয়াজোঁ অফিস এখন বিশ্ববিদ্যালয়ের মূল অফিসে পরিণত হয়েছে।
‘২০১৭ সালের ১৪ জুন উপাচার্য হিসেবে যোগ দেয়ার পর থেকে চলচি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ১৩৫২ দিনের মধ্যে ১১১৫ দিনই তিনি ক্যাম্পাসে অনুপস্থিত থেকেছেন। অর্থাৎ উপস্থিত ছিলেন মাত্র ২৩৭ দিন।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. গাজি মাজহারুল আনোয়ার, ড. তুহিন ওয়াদুদ, সহযোগী অধ্যাপক তারিকুল ইসলাম, মাহমদুল হাসান, বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ফিরোজুল ইসলাম প্রমুখ।