বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জীম-ওয়াসী স্মরণে জবিতে ক্রিকেট টুর্নামেন্ট

  • ইমরান হুসাইন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়   
  • ১০ মার্চ, ২০২১ ২১:২৪

টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের চলমান স্নাতক থেকে চারটি দল ও স্নাতকোত্তর থেকে একটি ব্যাচ অংশগ্রহণ করছে। এরা হলো ইউনিটি ১১, উৎপাত ১২, অদম্য ১৩, দূর্বার ১৪ ও অগ্নি ১৫।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৫-২০১৬ বর্ষের দুই প্রয়াত শিক্ষার্থী আসম জুলহাস জীম ও সুলতান মাহমুদ ওয়াসীর স্মরণে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে শিক্ষার্থীরা।

আয়োজকরা জানিয়েছে, আগামী ১২ মার্চ থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।

১৯ তারিখে ফাইনাল খেলবে সর্বোচ্চ পয়েন্টধারী দুটি দল।

টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের চলমান স্নাতক ব্যাচ থেকে চারটি দল ও স্নাতকোত্তর থেকে একটি দল অংশগ্রহণ করছে।

এরা হলো ইউনিটি ১১, উৎপাত ১২, অদম্য ১৩, দূর্বার ১৪ ও অগ্নি ১৫।

২০১৯ সালের ২৪ জানুয়ারী বঙ্গবন্ধু সেতুর সিরাজগঞ্জ অংশে কার্ভাডভ্যানের ধাক্কায় মারা যান আইন বিভাগের শিক্ষার্থী জীম। একই বছরের ২০ জুলাই জবি ছাত্রলীগের সম্মেলনে হিট স্ট্রোক করে মারা যান ইংরেজি বিভাগের শিক্ষার্থী ওয়াসী।

এ বিভাগের আরো খবর