বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যৌন হয়রানি: ৬ বছর নিষিদ্ধ রাবি শিক্ষক

  •    
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২১ ১৫:৫৩

২০১৯ সালের ২৫ ও ২৭ জুন বিষ্ণু কুমারের বিরুদ্ধে উত্ত্যক্ত ও যৌন হয়রানির লিখিত অভিযোগ দেন দুই ছাত্রী। অভিযোগ আমলে নিয়ে ওই বছরের ২ জুলাই তাকে ইনস্টিটিউটের সব একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক বিষ্ণু কুমার অধিকারীকে ছয় বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ৫০৪তম সিন্ডিকেট সভায় শনিবার দুপুরে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সিন্ডিকেট সদস্য অধ্যাপক আব্দুল আলিম নিউজবাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক বিষ্ণু কুমার অধিকারের বিরুদ্ধে যে যৌন হয়রানির অভিযোগ উঠেছিল, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি ঘটনাটির সত্যতা খুঁজে পেয়েছে।

তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতেই অনুষ্ঠিত সিন্ডিকেটে ওই শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে ৬ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

আব্দুল আলিম আরও জানান, এই ছয় বছরে তিনি কোনো ধরনের ক্লাস-পরীক্ষা নিতে পারবেন না।

২০১৯ সালের ২৫ ও ২৭ জুন বিষ্ণু কুমারের বিরুদ্ধে উত্ত্যক্ত ও যৌন হয়রানির লিখিত অভিযোগ দেন দুই ছাত্রী। অভিযোগ আমলে নিয়ে ওই বছরের ২ জুলাই তাকে ইনস্টিটিউটের সব একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়।

এ বিভাগের আরো খবর