বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কানাডিয়ান ইউনিভার্সিটির উদ্যোগে হচ্ছে আন্তর্জাতিক মিডিয়া প্ল্যাটফর্ম

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২১ ২৩:৪৫

শেষ দিনের অনুষ্ঠানের একপর্যায়ে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের প্রধান ড. জহির বিশ্বাস একটি আন্তর্জাতিক মিডিয়া প্ল্যাটফর্ম গঠনের আহ্বান জানান। তার এই আহ্বানে তারা সবাই সম্মতি জানান। আশা করা হচ্ছে, সামনে মাসেই এই প্ল্যাটফর্ম গঠনের পর কার্যক্রমও শুরু হবে।  

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের উদ্যোগে একটি আন্তর্জাতিক মিডিয়া প্ল্যাটফর্ম হচ্ছে।

বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, গ্রিস, ভারত, বুলগেরিয়া ও ইতালির প্রতিনিধিরা এতে রিসোর্স পারসন হিসেবে কাজ করবেন।

‘একবিংশ শতাব্দীর ফিল্ম অ্যান্ড ডিজিটাল মিডিয়া’ শীর্ষক তিন দিনব্যাপী আন্তর্জাতিক অনলাইন সম্মেলনের শেষ দিন তারা এ বিষয়ে সম্মত হয়েছেন।

বৃহস্পতিবারের এই অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ড. ফসিউর রহমান।

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের জমকালো এই আয়োজনের সঙ্গে ছিল কানাডার বিসিআই মিডিয়া।

এ আয়োজনের মিডিয়া পার্টনার ছিল নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম

জুম প্ল্যাটফর্মের মাধ্যমে অনেকেই এই আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেন।

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৮টায় তৃতীয় ও শেষ দিনের অনুষ্ঠান শুরু হয়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মিডিয়া ব্যক্তিত্বরা প্রায় দুই ঘণ্টা ধরে সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

সম্মেলনে বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, গ্রিস, ভারত, বুলগেরিয়া ও ইতালির প্রতিনিধিরা অংশ নেন। তাদের মধ্যে ছিলেন লেখক, প্রডিউসার, ডিরেক্টর, সাংবাদিক, মিউজিশিয়ানসহ ১৮ জন রিসোর্স পারসন।

শেষ দিনের অনুষ্ঠানের একপর্যায়ে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের প্রধান ড. জহির বিশ্বাস একটি আন্তর্জাতিক মিডিয়া প্ল্যাটফর্ম গঠনের আহ্বান জানান। তার এই আহ্বানে তারা সবাই সম্মতি জানান। আশা করা হচ্ছে, সামনের মাসেই এই প্ল্যাটফর্ম গঠনের পর কার্যক্রমও শুরু হবে।

সম্মেলনে রিসোর্স পারসনরা তাদের নিজ নিজ ক্ষেত্রের অভিজ্ঞতা তুলে ধরেন।

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ড. ফসিউর রহমানের স্বাগত বক্তব্যের পর ভারতের পরিচালক ও সিনেমাটোগ্রাফার ড. সেমিন বালাচন্দ্রন নাইর আলোচনা করেন ‘‌চেঞ্জিং প্যারাডাইম ইন ফিল্ম মেকিং’ নিয়ে।

এরপর পিয়ানো বাজিয়ে শোনায় গ্রিসের শিশুশিল্পী স্টেলিওস কেরাসিডিস, যে সুর মুগ্ধ করে সবাইকে।

স্টেলিওস কেরাসিডিসের বাবা ফোতিওস কেরাসিডিসও যুক্ত ছিলেন অনুষ্ঠানে। তিনি জানান, স্টেলিওস কেরাসিডিস মাত্র ছয় বছর বয়সেই পিয়ানো বাজিয়ে গ্রিসের গোল্ডেন ক্ল্যাসিক্যাল মিউজিক অ্যাওয়ার্ড পায়।

অনুষ্ঠানে প্যানেল মেম্বার হিসেবে আরও যুক্ত ছিলেন গ্রিক কবি প্যারিস কাটসিভেলোস, গ্রিস ইকুমেনিক্যাল ডেলফিক ইউনিয়ন প্রেসিডেন্ট পানোস কাল্টসিস এবং বিসিআই মিডিয়া কানাডার প্রতিনিধি রেনা টিরোজোউদি।

তিন দিনব্যাপী এই সম্মেলন উদ্বোধন করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম।

দ্বিতীয় দিন ২৪ ফেব্রুয়ারি প্যানেল মেম্বার হিসেবে নিজ নিজ ক্ষেত্রের অভিজ্ঞতা তুলে ধরেন বিটুবি গ্রোথপ্রো গ্রিসের ফাউন্ডার জন আসলানিস, গ্রিসের নিউরোসাইন্স রিসার্চার ও এডুকেটর রানিয়া লামপু, ইউরোপিয়ান জার্নালিস্ট ইউনিয়ন মেম্বার দিমিত্রিওস কানাভোস, গ্রিসের রেডিও প্রডিউসার ও সিনেমাটোগ্রাফার গ্রিগোরিস ভেরিওতিস এবং সাবেক ক্যামব্রিজ সিটি কাউন্সিলর ও মেয়র জর্জ পিপাস। তারা মিডিয়া, নেটওয়ার্কিং, মিউজিক ইত্যাদি নিয়ে আলোচনা করেন।

সম্মেলনের প্রথম দিন ২৩ ফেব্রুয়ারি বিসিআই মিডিয়া কানাডার সভাপতি আনাস্তাসিও চ্যাটজিওফোনস, গ্র্যামি আওয়ার্ডের জুরি বোর্ড সদস্য লন্ডন মিউজিক পারফরম্যান্স একাডেমির পরিচালক স্টেফানিয়া পাসামন্টে, ফিল্ম ডিরেক্টর লেখক ও অভিনেতা স্ট্র্যাটিস প্যানওরিওস এবং বিসিআই মিডিয়া কানাডার সাংবাদিক ও কবি লেনা কায়রোপোওলিস উদ্বোধনী অনুষ্ঠানে নিজ নিজ ক্ষেত্রের অভিজ্ঞতা তুলে ধরেন।

তারা মিডিয়া, নেটওয়ার্কিং, মিউজিক, থিয়েটার, চলচ্চিত্র, গোয়েন্দা কাহিনীসহ বিভিন্ন বিষয়ে খোলামেলা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্টেফানিয়া পাসামন্টের পিয়ানোর সুরের সঙ্গে তাল মিলিয়ে কবিতা শোনান আরেক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকা অভিনেতা স্ট্র্যাটিস প্যানওরিওস।

স্টেফানিয়া পাসামন্টে জানান, লন্ডন থেকে তিনি ইন্টারন্যাশনাল মিউজিক কনসার্ট শুরু করতে যাচ্ছেন, যেখানে বিশ্বব্যাপী একবিংশ শতকের ক্লাসিক্যাল মিউজিকের আদান-প্রদান হবে। সেখানে বিশ্বের যেকোনো প্রান্তে থাকা কোনো শিক্ষার্থী বিভিন্ন মাধ্যমের ক্লাসিক্যাল সঙ্গীতের শিক্ষা নিতে পারবে। সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের সুযোগও রয়েছে।

সম্মেলনটি যৌথভাবে সঞ্চালনা করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের প্রধান ড. জহির বিশ্বাস এবং গ্রিসের কবি ও সাংবাদিক মিসেস লেনা খিরোপাউলোস।

শেষ দিন ড. জহির বিশ্বাসের রচিত গ্রিক দর্শন ও মিথ কেন্দ্রিক ইংরেজি কবিতা ‘হু এম আই’ আবৃত্তি করে শোনান মিসেস লেনা।

এ বিভাগের আরো খবর