ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের চলমান আন্দোলনের বিষয়ে সংশ্লিষ্টদের নিয়ে জরুরি অনলাইন সভায় বসেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
বৈঠক থেকে অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।
শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়াল এ বৈঠকে অন্যদের মধ্যে রয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রোভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের সমন্বয়কসহ সাত কলেজের অধ্যক্ষরা।
এর আগে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
শিক্ষা মন্ত্রণালয় থেকে বুধবার দুপুর ১২টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন ও দাবিদাওয়া নিয়ে সন্ধ্যা ৬টায় ভার্চুয়াল সভাটি হবে।
এসব আশ্বাসে কান দেয়নি আন্দোলনাকীরা। বরং নীলক্ষেতের পাশাপাশি সাইন্সল্যাবেও অবস্থান নেয় তারা। জানায়, পরীক্ষা চালু রাখা বিষয়ে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত আন্দোলন থামাবেন না তারা।
এ অবস্থায় জরুরি ভিত্তিতে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী।