বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চলচ্চিত্র ও ডিজিটাল মিডিয়া নিয়ে আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

  •    
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২১ ২৩:২৩

আলোচকরা মিডিয়া এবং নেটওয়ার্কিং, মিউজিক, থিয়েটার থেকে চলচিত্র, গোয়েন্দা কাহিনীসহ বিভিন্ন বিষয়ের ওপর খোলামেলা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্টেফানিয়া পাসামন্টের পিয়ানোর সুরের সঙ্গে তাল মিলিয়ে কবিতা শোনান আরেক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকা অভিনেতা স্ট্র্যাটিস প্যানওরিওস।

কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ ও কানাডার বিসিআই মিডিয়ার উদ্যোগে ‘একবিংশ শতাব্দীর ফিল্ম অ্যান্ড ডিজিটাল মিডিয়া’ শীর্ষক তিন দিনব্যাপী আন্তর্জাতিক অনলাইন সম্মেলন উদ্বোধন হয়েছে।

কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৮টায় এ সম্মেলন উদ্বোধনের পর ঘণ্টা দুয়েক ধরে আলোচনা হয় সংশ্লিষ্ট বিষয় নিয়ে।

বিসিআই মিডিয়া কানাডার সভাপতি আনাস্তাসিও চ্যাটজিওফোনস, গ্র্যামি আওয়ার্ডের জুরি বোর্ড সদস্য লন্ডন মিউজিক পারফরম্যান্স একাডেমির পরিচালক স্টেফানিয়া পাসামন্টে, ফিল্ম ডিরেক্টর লেখক ও অভিনেতা স্ট্র্যাটিস প্যানওরিওস এবং বিসিআই মিডিয়া কানাডার সাংবাদিক ও কবি লেনা কায়রোপোওলিস উদ্বোধনী অনুষ্ঠানে নিজ নিজ ক্ষেত্রের অভিজ্ঞতা তুলে ধরেন।

তারা মিডিয়া এবং নেটওয়ার্কিং, মিউজিক, থিয়েটার থেকে চলচিত্র, গোয়েন্দা কাহিনীসহ বিভিন্ন বিষয়ের ওপর খোলামেলা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে স্টেফানিয়া পাসামন্টের পিয়ানোর সুরের সঙ্গে তাল মিলিয়ে কবিতা শোনান আরেক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকা অভিনেতা স্ট্র্যাটিস প্যানওরিওস।

স্তেফানিয়া পাসামোন্টে জানান, লন্ডন থেকে তিনি ইন্টারন্যাশনাল মিউজিক কনসার্ট শুরু করতে যাচ্ছেন, যেখানে বিশ্বব্যাপী একবিংশ শতকের ক্লাসিক্যাল মিউজিকের আদান-প্রদান হবে।

সেখানে বিশ্বের যে কোনো প্রান্তে থাকা কোনো শিক্ষার্থী বিভিন্ন মাধ্যমের ক্লাসিক্যাল সংগীতের শিক্ষা নিতে পারবে। সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের সুযোগও রয়েছে।

অনুষ্ঠানের অন্যতম সঞ্চালক কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের বিভাগীয় প্রধান ড. জহির বিশ্বাস তাদেরকে এই বিভাগের ইন্টারন্যাশনাল রিসোর্স পারসন হিসেবে কাজ করার আহ্বান জানান।

স্টেফানিয়া পাসামন্টে ও স্ট্র্যাটিস প্যানওরিওস দুইজনই সানন্দে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধনী বক্তা ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম, পিইঞ্জ।

সম্মেলনটি যৌথভাবে সঞ্চালনা করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের প্রধান ড. জহির বিশ্বাস এবং গ্রিসের কবি ও সাংবাদিক মিসেস লেনা কাইরোপ্লোস।

এ আয়োজনের মিডিয়া পার্টনার নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম

জুম প্লাটফর্মের মাধ্যমে যে কেউ এ আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করতে পারবেন। দ্বিতীয় ও শেষ দিনের অনুষ্ঠান হবে যথাক্রমে ২৪ ও ২৫ ফ্রেব্রুয়ারি।

জুম আইডি :

আইডি : 669 7678 3394

পাসওয়ার্ড: 778899

২৪ ও ২৫ ফেব্রুয়ারি: https://eu01web.zoom.us/j/66976783394…

সময় : রাত ৮: ০০ (বাংলাদেশ সময়)

এ ছাড়া এই সম্মেলন কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে https://www.facebook.com/cubbd সরাসরি সম্প্রচার হবে।

এ বিভাগের আরো খবর