বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঢাবির হল ১৩ মার্চ খুলছে না

  • ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২১ ১৪:১৭

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বিশেষ সভা শেষে জানানো হয়, ১৩ মার্চ নয়, সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী ১৭ মে থেকে খোলা হবে হল। আর হল খোলার দুই সপ্তাহ পর শুরু হবে শিক্ষা কার্যক্রম। এর আগে দেয়া হবে না কোনো পরীক্ষার তারিখ।

বিশ্ববিদ্যালয়গুলোর হল খোলা ও ক্লাস শুরুর সরকারের তিন তারিখ ঘোষণার পর অনার্স শেষ বর্ষ ও মাস্টার্সের পরীক্ষার্থীদের জন্য আগামী ১৩ মার্চ আবাসিক হল খোলার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বিশেষ সভা শেষে জানানো হয়, ১৩ মার্চ নয়, সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী ১৭ মে থেকে খোলা হবে হল। আর হল খোলার দুই সপ্তাহ পর শুরু হবে শিক্ষা কার্যক্রম।

সভায় কি সিদ্ধান্ত হয়েছে জানতে চাইলে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল বাছির নিউজবাংলাকে বলেন, ‘১৩ মার্চ হল খোলার যে সিদ্ধান্ত সেটি স্থগিত করা হয়েছে। আর সরকারে সিদ্ধান্ত অনুযায়ী ১৭ মে থেকে সকলের জন্য হল খোলা হবে। হল খোলার দুই সপ্তাহ পর থেকে শিক্ষা কার্যক্রম শুরু হবে।’

গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। ধাপে ধাপে সাত দফা ছুটি বাড়ানো হয়েছে। সব শেষ সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়।

দেশের করোনাভাইরাস পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসায় সম্প্রতি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হল খুলে দিতে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়।

এর মধ্যে সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, বিশ্ববিদ্যালয়গুলোর হল আগামী ১৭ মে থেকে খুলে দেয়া হচ্ছে। ক্লাস শুরু হবে ২৪ মে।

শিক্ষামন্ত্রী জানান, বিশ্ববিদ্যালয় চালুর আগে সব শিক্ষার্থীদেরকে করোনার টিকা দেয়া হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকার আওতায় আনার পরিকল্পনা নিয়ে অধ্যাপক ড. আব্দুল বাছির বলেন, ‘কর্মকর্তা কর্মচারীসহ সকল শিক্ষক-শিক্ষার্থীকে হল খোলার এক মাস আগে টিকা নেয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কারণ টিকা নেয়ার পর চার সপ্তাহ লাগে ইমিউন পাওয়ার তৈরি হওয়ার জন্য।’

তিনি বলেন, ‘সভা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে অনুরোধ করা হয়েছে সরকারের সঙ্গে আলোচনা করে কর্মকর্তা কর্মচারীসহ সবার টিকা প্রাপ্তির বিষয়টা নিশ্চিত করার জন্য।’

পরীক্ষার নতুন কোনো তারিখ নয়

হল খোলা এবং শিক্ষা কার্যক্রম শুরু করা নিয়ে সরকারি সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতি রাখতে নতুন কোনো পরীক্ষার তারিখ ঘোষণা না করারও সিদ্ধান্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায়।

অধ্যাপক আব্দুল বাছির বলেন, ‘বিশ্ববিদ্যালয় এখন থেকে আর কোনো পরীক্ষার তারিখ দেবে না। আর যে বিভাগের পরীক্ষা চলমান ছিল, সেটি ঐ বিভাগের ওপর ছেড়ে দেয়া হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে বিভাগ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে৷ কারণ অনেক শিক্ষার্থী বাসা ভাড়া নিয়ে আর্থিক রিস্ক নিয়ে ঢাকাতে এসেছে৷ তবে নতুন করে কোনো পরীক্ষার তারিখ এখন হবে না।’

এ বিভাগের আরো খবর