কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ও বিসিআই মিডিয়ার উদ্যোগে ‘একবিংশ শতাব্দীর ফিল্ম ও ডিজিটাল মিডিয়া’ সম্পর্কিত তিন দিনের আন্তর্জাতিক অনলাইন সম্মেলন হতে যাচ্ছে।
২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টায় এ সম্মেলন শুরু হবে বলে সোমবার কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আমেরিকান ইন্টারন্যাশনাল গ্র্যামি অ্যাওয়ার্ড জুরি বোর্ডের সদস্য স্টেফানিয়া পাসামোন্টে, বিসিআই মিডিয়া কানাডার প্রেসিডেন্ট আনাস্তাসিও চ্যাটজিওফোনস ও কেমব্রিজের মেয়র জর্জ পিপ্পসসহ আন্তর্জাতিক পণ্ডিত ও মিডিয়া ব্যক্তিত্ব এই আন্তর্জাতিক সম্মেলনে উপস্থিত থাকবেন।
কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এমন একটি আয়োজনের মাধ্যমে বাংলাদেশের একবিংশ শতাব্দীর চলচ্চিত্র এবং ডিজিটাল মিডিয়ার বিষয়ে একটি অভূতপূর্ব সম্মিলন ঘটাতে যাচ্ছে।
সম্মেলনটি যৌথভাবে সঞ্চালনা করবেন কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের প্রধান ড. জহির বিশ্বাস এবং গ্রিসের কবি ও সাংবাদিক মিসেস লেনা কাইরোপ্লোস।
এ আয়োজনের মিডিয়া পার্টনার নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম।
জুম প্লাটফর্মের মাধ্যমে যে কেউ এ আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করতে পারবেন।
জুম আইডি:
আইডি: 669 7678 3394
পাসওয়ার্ড: 778899
২৩ ফেব্রুয়ারি: https://eu01web.zoom.us/j/66976783394…
২৪ ফেব্রুয়ারি: https://eu01web.zoom.us/j/66976783394…
২৫ ফেব্রুয়ারি: https://eu01web.zoom.us/j/66976783394…
সময়: ৮:০০ ( বাংলাদেশ সময়)
এ ছাড়া এই সম্মেলন কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে https://www.facebook.com/cubbd সরাসরি সম্প্রচার হবে।