২৪ ঘণ্টার মধ্যে হল খুলে দেয়া না হলে শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের হুমকির মধ্যে সব পরীক্ষা সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার সন্ধ্যায় নিউজবাংলাকে পরীক্ষা স্থগিতের তথ্য নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম।
তিনি বলেন, ‘অনলাইনে ক্লাস চলবে। সরকারি নির্দেশে আবাসিক হল বন্ধ থাকায় পরীক্ষা দিতে আসা ছাত্রদের থাকা এবং নিরাপত্তা সংকট দেখা দিয়েছে। এ কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।’
এর আগে আবাসিক হল খুলে দেয়াসহ নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সোমবার বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাসের ডায়না মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে প্রথমে প্রশাসনিক কার্যালয়ের সামনে এবং পরে বিভিন্ন হলের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা।
শিক্ষার্থীরা বলেন, ‘হল বন্ধ থাকায় তাদের মেসে থাকতে হচ্ছে। এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত হল খুলে না দেয়া হলে লাগাতার আন্দোলন করা হবে।’
আন্দোলনরত শিক্ষার্থী আশিক ইসলাম বলেন, ‘আগামীকাল ইউজিসি’র মিটিং থাকায় ২৪ ঘণ্টার জন্য কর্মসূচি স্থগিত করা হয়েছে। এর মধ্যে হল খুলে দেয়া না হলে প্রত্যেকটা হলের সামনে ছাত্ররা অবস্থান নেবে।’
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক। আমরা আবাসিক হল খোলার ব্যাপারে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। বিষয়টি শিক্ষা মন্ত্রীকে জানানো হয়েছে। মন্ত্রাণালয়ের নির্দেশনা পেলেই আমরা আবাসিক হলগুলো খুলে দিব।’
এদিকে ১৭ মে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত মেনে নেননি আন্দোলনকারী শিক্ষার্থীরা। আগামীকাল সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেবেন বলে জানান তারা।