বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হল খোলার সিদ্ধান্ত নেয়নি জাবি সিন্ডিকেট

  •    
  • ২০ ফেব্রুয়ারি, ২০২১ ২০:৫৯

হলে অবস্থান করা শিক্ষার্থীদের ব্যাপারে প্রক্টর বললেন, ‘আমরা চাই তারা যেন কোনোভাবে রাষ্ট্রীয় আইন অমান্য না করে।’

মসজিদে ঘোষণা দিয়ে হামলার জেরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের আবাসিক হলে অবস্থানের দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে, রাষ্ট্রীয় কর্তৃপক্ষ যেহেতু হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে, ফলে খোলার সিদ্ধান্তও রাষ্ট্রীয় কর্তৃপক্ষের এক্তিয়ার।

শনিবার সকাল থেকে শিক্ষার্থীরা আহতদের চিকিৎসার খরচ বহন, আবাসিক হলগুলো খুলে দেয়া ও হামলার বিচারসহ তিন দফা দাবিতে আন্দোলনে নামেন। তিন দফা দাবির দুটি দাবি মেনে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আবাসিক হল খুলে দেয়ার দাবির বিষয়ে ‘পর্যবেক্ষণ’ রয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও এ ঘটনার সূত্র ধরে সকাল থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী ক্যাম্পাসে হাজির হন।

বেলা ১১টার দিকে ক্যাম্পাসে মিছিল নিয়ে বের হন চার-পাঁচশ শিক্ষার্থী। পরে তারা উপাচার্য ড. ফারজানা ইসলামের বাসভবনের সামনে অবস্থান নেন। সেখানেই তিন দফা দাবি তুলে ধরেন তারা।

বিকাল থেক শুরু হওয়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার পর দাবির বিষয়ে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফিরোজ উল হাসান।

প্রক্টর বলেন, শিক্ষার্থীদের তিনটি দাবির দুটি দাবি মেনে নিয়েছে প্রশাসন। মেনে নেয়া দাবি দুটি হল শিক্ষার্থীদের উপর যারা সন্ত্রাসী হামলা করেছে, তাদের আইনে বিচার এবং আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার বহন। তবে শনিবার দুপুর ১২টার মধ্যে হল খুলে দেয়ার যে দাবি ছিল, তা নিয়ে কোনো সিদ্ধান্ত নেই।

প্রক্টর বলেন, ‘প্রথম দুইটি দাবির মধ্যে আমরা গতকাল থেকে শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার বহন করা শুরু করেছি। সিন্ডিকেট থেকেও ঘোষণা এসেছে যে, আমরা যতো টাকা লাগুক, সেই ব্যয়ভার বহন করব। আরেকটি (দাবি) যেহেতু শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলা হয়েছিল, তার রাষ্ট্রীয় আইনে বিচারের জন্য বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট জানিয়েছে যে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই হামলার জন্য মামলা করবে।’

তবে হল খুলে দেয়ার বিষয়ে সিন্ডিকেট কোনো সিদ্ধান্ত দেয়নি জানিয়ে ফিরোজ উল হাসান বলেন, ‘এ বিষয়ে সিন্ডিকেট একটা অবজারভেশন দিয়েছে। সেখানে তারা বলেছে, রাষ্ট্রীয় কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত দিলে সেটা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ভায়োলেট করতে পারে না। যদি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কর্তৃক হল বন্ধ থাকত, তবে তারা সেটা নিয়ে সিদ্ধান্ত দিতে পারত।

জাবি সংলগ্ন গেরুয়া গ্রামে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ক্যাম্পাসে মিছিল করেন শিক্ষার্থীরা।

‘এ জন্য রাষ্ট্রীয় সিদ্ধান্ত আমাদের মানতে হবে। আর হল খুলে দেয়ার বিষয়ে রাষ্ট্রীয় কর্তৃপক্ষকে জানানো হবে। তারপর রাষ্ট্রীয় কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত দেয়, সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আমরা পরবর্তী পদক্ষেপ নিব।’

যেসব ছাত্র হলে অবস্থান করছেন, তাদের বিষয়ে কী সিদ্ধন্ত নেয়া হবে, জানতে চাইলে প্রক্টর বলেন, ‘এখন তো আমরা আমাদের শিক্ষার্থীদেরকে মারধর করতে পারি না। তাদের মুখোমুখি হয়ে অন্যায় আচরণ করতে পারি না। তারা আমাদের পরিবারের মতো। শিক্ষার্থীদের প্রায়োরিটি আমাদের কাছে আছে। আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি।’

প্রক্টর বলেন, ‘আমরা চাই তারা যেন কোনোভাবে রাষ্ট্রীয় আইন অমান্য না করে। তারা যেন নিজেদের নিরাপত্তার কথা ভেবে ভালোভাবে থাকে। এক্ষেত্রে আমরা তাদেরকে সহযোগিতা করব।’

এর আগে শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয় থেকে দেয়া জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয় বহন করবে প্রশাসন। এ ছাড়া হামলার ঘটনায় জড়িত অপরাধীদের বিষয়ে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা হয়েছে।

শনিবার দুপুর সাড়ে ১২টার পর শিক্ষার্থীরা প্রথমে ফজিলাতুন্নেসা হলের তালা ভেঙে ফেলেন। এরপর একে একে সুফিয়া কামাল হল ও প্রীতিলতা হলসহ মেয়েদের অন্যান্য হলগুলোর তালা ভেঙে সামনে এগোতে থাকেন তারা। পরে ছেলেদের আটটি হলের তালাও ভাঙা হয়।

এ সময় শিক্ষার্থীরা জানান, তারা আগে মেয়েদের হলের তালা ভেঙেছেন, কারণ মেয়েদের নিরাপত্তা জরুরি। কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরির উদ্দেশ্যে তালা ভাঙা হয়নি।

ফজিলাতুন্নেছা হলে তালা ভাঙছেন জাবি শিক্ষার্থীরা।

বিকালে শিক্ষার্থীরা জানান, শনিবার রাতে মেয়েরা ফজিলাতুন্নেসা হলে থাকবেন। আর ছেলেরা থাকবেন আ ফ ম কামালউদ্দিন হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও মওলানা ভাসানী হলে। অন্য হলগুলোর তালা ভাঙা হলেও পরিস্থিতি পর্যবেক্ষণে প্রথম রাতে তারা এই চারটি হলে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিভাগের আরো খবর