বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সহচর থেকে রোভার হলেন জবির ১০২ শিক্ষার্থী

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২১ ১৯:৫৬

স্কাউট সদস্যরা বিপি পিটি, ফ্ল্যাগ মিটিং, বিশেষ ক্রু মিটিং, হাইকিং, মহাকালী জলসা, বনকলা সব বিভিন্ন কার্যাবলীর মাধ্যমে দীক্ষা লাভ করে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১০২ শিক্ষার্থী দীক্ষা নিয়ে সহচর থেকে রোভার স্কাউট সদস্য হয়েছেন।

কুমিল্লার লালমাইয়ে আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে সহচররা তিন দিনব্যাপী দীক্ষা গ্রহণ করেন। শুক্রবার শেষ দিনে তারা সহচর থেকে রোভার স্কাউটে পরিণত হন।

এ সময় স্কাউট সদস্যরা বিপি পিটি, ফ্ল্যাগ মিটিং, বিশেষ ক্রু মিটিং, হাইকিং, মহাকালী জলসা, বনকলা সব বিভিন্ন কার্যাবলীর মাধ্যমে দীক্ষা লাভ করে।

দীক্ষা গ্রহণকারী রোভার সোলাইমান কবির বলেন, ‘এই দীক্ষা গ্রহণ স্কাউট জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রাপ্ত শিক্ষা ও প্রশিক্ষণ জীবনে চলার পথে নানা সময়ে কাজে দেবে। নিজেকে সবসময় সমাজ ও দেশের জন্য প্রস্তুত রাখব।’

জবি রোভার স্কাইটের সভাপতি কামরুল হাসান বলেন, ‘দীক্ষা অনুষ্ঠান হলো এক জন নবাগতের জন্য স্কাউট জীবনের প্রবেশদ্বার। আমি আশা করছি, এই ১০২ জন সহচর দীক্ষা গ্রহণের মধ্য দিয়ে স্কাউট আইন ও প্রতিজ্ঞার প্রতি শ্রদ্ধাশীল হবেন। যা তার ব্যক্তিজীবনকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে যথেষ্ট সহায়তা করবে। পাশাপাশি এদের আন্তরিক প্রচেষ্টা ও অর্জনের মধ্য দিয়ে সমৃদ্ধ হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ এবং বাংলাদেশ স্কাউটস।’

১৭ ফেব্রুয়ারি সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমায় এই কর্মসূচির উদ্বোধন করেন।

দীক্ষাগ্রহণ আয়োজনে জবি রোভার ইন কাউন্সিলের সভাপতি কামরুল ইসলামের ব্যবস্থাপনায়, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় জবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার এই দীক্ষা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্কাউট লিডার কাজী ফারুক হোসেন।

জবি রোভার-ইন-কাউন্সিলের সাবেক সভাপতি আহসান হাবিব, সাবেক সাধারণ সম্পাদক ইমতিয়াজ মাহমুদ ও এনামুল হাসান কাওছারকে দীক্ষা ক্যাম্পের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

রোভার আনোয়ার হোসেনকে বিগত কাউন্সিলের শ্রেষ্ঠ সিনিয়র রোভার মেটের সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়া শ্রেষ্ঠ সহচর ও জিনিয়াস সহচরকে পুরস্কার তুলে দেয়া হয় আয়োজনে।

এ বিভাগের আরো খবর