বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জগন্নাথের নাট্যকলায় ১৬ মাস পর ফল

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২১ ১৭:৩৯

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এ কে এম আক্তারুজ্জামান বলেন, ‘বিভাগ থেকে ফল তৈরি করে দিলে সঙ্গে সঙ্গে আমরা কাজ করে দিই। তারা দেরি করে ফল দিলে আমাদের তো কিছু করার নেই।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের চতুর্থ সেমিস্টারের ফল প্রকাশ হয়েছে ১৬ মাস পর।

২০১৯ সালের ১৩ আগস্টে পরীক্ষা শেষ হয়। ফল বের হয় ২০২০ সালের ২২ ডিসেম্বর। এতে তীব্র সেশনজটে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেক শিক্ষার্থী।

নাট্যকলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক শিক্ষার্থী অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অন্য বিভাগের শিক্ষার্থীরা এখন অষ্টম সেমিস্টারে। অথচ তারা মাত্র তৃতীয় বর্ষে।

তারা আরও বলেন, প্রথম বর্ষ থেকেই সেশনজট শুরু হয়েছে। এ বিষয়ে বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ করেও সুরাহা হয়নি। এভাবে ক্লাস, পরীক্ষা ও ফল প্রকাশ দীর্ঘায়িত হওয়ায় তারা বিসিএসে অংশ নেয়া থেকেও পিছিয়ে পড়বেন।

এ বিষয়ে নাট্যকলা বিভাগের চেয়ারম্যান শামস শাহরিয়ার কবি বলেন, ‘শুধু এই সেমিস্টার না, বিভাগের সেশনজট আগে থেকেই আছে। ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সমস্যা হলো, তাদের প্রথম বর্ষের পরীক্ষায় প্রায় ১৫ থেকে ১৬ জন শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় তারা ইম্প্রুভমেন্টসহ দ্বিতীয় বর্ষের পরীক্ষা দেরি করে দিতে চেয়েছিল।

‘পরে তাদের সিদ্ধান্ত মোতাবেক আমরা পরীক্ষা নিই। তাই ফল প্রকাশে জটিলতা তৈরি হয়েছে। এ ছাড়াও করোনার কারণে প্রাশাসনিক জটিলতা সৃষ্টি হওয়ায় ফল প্রকাশে দেরি হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এ কে এম আক্তারুজ্জামান বলেন, ‘বিভাগ থেকে ফল তৈরি করে দিলে সঙ্গে সঙ্গে আমরা কাজ করে দিই। তারা দেরি করে ফল দিলে আমাদের তো কিছু করার নেই।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান বলেন, ‘রেজাল্ট প্রকাশের বিষয়ে আমি তো কিছু জানি না। তবে এত দেরি করে ফল দেয়া উচিত নয়। আমি এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান ও উপাচার্যের সঙ্গে কথা বলব।’

এ বিভাগের আরো খবর