ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদনের ন্যূনতম যোগ্যতা বাড়ানো হয়েছে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএর যোগফল ০.৫০ পয়েন্ট থেকে ১ পয়েন্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে আগের চেয়ে কমসংখ্যক ছাত্র-ছাত্রী এবার ভর্তির আবেদন করতে পারবেন।
ভর্তি ইচ্ছুক আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা হিসেবে ‘ক’ ইউনিটের জন্য মাধ্যমিক ও সমমান এবং উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএর যোগফল ন্যূনতম ৮.৫ থাকতে হবে।
গত বছর পর্যন্ত এই ইউনিটে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের জিপিএর যোগফল ন্যূনতম ৮ হলেই চলত।
‘খ’ ইউনিটের জন্য এসএসসি ও এইচএসসি জিপিএর যোগফল ন্যূনতম ৮.০ থাকতে হবে।
গত বছর পর্যন্ত এই ইউনিটে জিপিএর যোগফল ন্যূনতম ৭ হলেই চলত।
‘গ’ ইউনিটের জন্য এসএসসি ও এইচএসসির জিপিএর যোগফল ন্যূনতম ৮.০ হতে হবে। আবার কোনোটিতে ৩.৫-এর নিচে থাকলে চলবে না।
গত বছর পর্যন্ত এই ইউনিটে জিপিএর যোগফল ন্যূনতম ৭.৫ হলেই চলত।
‘ঘ’ ইউনিটের জন্য (বিভাগ পরিবর্তন) মানবিক শাখার ক্ষেত্রে এসএসসি ও এইচএসসির জিপিএর যোগফল হতে হবে ন্যূনতম ৮.০ (আলাদাভাবে ৩.০) ও বিজ্ঞান শাখার ক্ষেত্রে হতে হবে ন্যূনতম ৮.৫ (আলাদাভাবে ৩.৫) থাকতে হবে।
গত বছর মানবিক শাখায় জিপিএ ৭ ও বিজ্ঞান শাখায় ৮ হলেই ভর্তির আবেদন করা যেত।
‘চ’ ইউনিটের জন্য (চারুকলা ইনস্টিটিউট) জিপিএর যোগফল ন্যূনতম ৭.০ (আলাদাভাবে জিপিএ ৩.০) থাকতে হবে।
এতদিন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সম্মিলিত জিপিএ ৬.৫ হলেই আবেদন করা যেত।
আবেদন শুরু ৮ মার্চ
২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে ৮ মার্চ। আবেদন নেয়া হবে অনলাইনে। চলবে ৩১ মার্চ বুধবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সাধারণ ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়।
বিজ্ঞান অনুষদের কার্জন ভবনের একটি দৃশ্য
উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সিদ্ধান্ত অনুযায়ী ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ মে শুক্রবার, খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ মে শনিবার, গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ মে বৃহস্পতিবার, ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ মে শুক্রবার এবং চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ৫ জুন শনিবার হবে।
বিভাগীয় শহরগুলোতে প্রতিটি ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে।
সভায় ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। তবে শুধু ‘চ’ ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের এমসিকিউ এবং অঙ্কনের জন্য থাকবে ৬০ নম্বর।
‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। ‘চ’ ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য নির্ধারণ করা হয়েছে ৪৫ মিনিট।
আবেদনে পূর্বের শর্ত বহালের দাবি ভর্তিচ্ছুদের
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদনে পূর্বের শর্ত বহালের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকালে এই দাবিতে বেশ কয়েকজন ভর্তিচ্ছু শিক্ষার্থী উপাচার্যের কাছে স্মারকলিপি দিতে আসেন। তবে তারা দেখা করতে পারেনি।
শিক্ষার্থীরা বলেন, করোনাভাইরাসের কারণে অটো প্রমোশন হওয়ায় এসএসসিতে ভালো ফল না থাকায় এইসএসসিতেও ভালো ফল হয়নি। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তাদের প্রস্তুতি ভালো ছিল। কিন্তু কিছুদিন আগে ভর্তি পরীক্ষায় আবেদনের পয়েন্ট বাড়ানোর প্রস্তাব করা হয়। এ
এ বিষয়ে উপাচার্য বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে শিক্ষার্থীদের ফল পর্যালোচনা করে সবকিছু বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের ডিনরা এই সিদ্ধান্ত নিয়েছে। এটি পাল্টানোর সুযোগ নেই।