জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের দীক্ষা গ্রহণ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
বুধবার থেকে শুক্রবার পর্যন্ত এই তিন দিন দীক্ষা নিচ্ছেন বিশ্ববিদ্যালয়টির রোভার সহচররা।
বুধবার সকালে বার্ষিক তাবুবাস, দীক্ষা ক্যাম্প ও ব্যাজ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান।
রোভার সদস্যদের উদ্দেশে মিজানুর রহমান বলেন, ‘স্কাউটিংকে নেশা হিসেবে নিলে বাজে নেশায় কেউ আকৃষ্ট হবে না। স্কাউটিং সমাজ, পরিবার ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্কাউটের ঐতিহ্য আপনারা বজায় রাখবেন।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের সভাপতি কামরুল হাসান বলেন, ‘দীক্ষা অনুষ্ঠান হলো এক জন নবাগতের জন্য স্কাউট জীবনের প্রবেশদ্বার। আশা করছি, এই ১০২ জন সহচর দীক্ষা গ্রহণের মধ্য দিয়ে স্কাউট আইন ও প্রতিজ্ঞার প্রতি শ্রদ্ধাশীল হবে, যা তাদের ব্যক্তিজীবনকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে সহায়তা করবে। পাশাপাশি তাদের আন্তরিক প্রচেষ্টা ও অর্জনের মধ্য দিয়ে সমৃদ্ধ হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ এবং বাংলাদেশ স্কাউটস।’
এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালুদ্দিন আহমেদ রোভারদের মুজিববর্ষে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রোভাররা কুমিল্লার লালমাইয়ে আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে তিন দিন দীক্ষা নেবেন। এ সময় তারা নানা বিষয়ে জ্ঞান অর্জনসহ বিভিন্ন প্রশিক্ষণ নেবেন। ১০২ জন রোভার সহচর প্রশিক্ষণের মাধ্যমে রোভার সদস্যে পরিণত হবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, ঢাকা জেলা রোভারের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, রোভার স্কাউটের অধ্যাপক মনিরুজ্জামান খন্দকারসহ শিক্ষক, কর্মকর্তা, রোভার স্কাউটের সদস্য ও শিক্ষার্থীরা।