ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণ করা হবে বৃহস্পতিবার।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভা শেষে বিষয়টি জানিয়েছেন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ড. মোহাম্মদ হাসানুজ্জামান।
তিনি জানান, সভায় ২১ মে থেকে ভর্তি পরীক্ষা শুরুর প্রস্তাব দেয়া হয়েছে। বিষয়টি বৃহস্পতিবার ভর্তি কমিটির সভায় চূড়ান্ত হবে।
বৃহস্পতিবারের সভায় এ প্রস্তাব পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন তিনি।
হাসানুজ্জামান নিউজবাংলাকে বলেন, প্রস্তাব অনুযায়ী ৮ থেকে ২১ মার্চ পর্যন্ত শিক্ষার্থীদের কাছ থেকে আবেদনপত্র জমা নেওয়া হবে। আর টাকা জমা নেওয়ার শেষ তারিখ ১ এপ্রিল।
পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখের বিষয়ে তিনি বলেন, ২১ মে ‘ক’ ইউনিটের মাধ্যমে শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। ২২ মে হবে ‘খ’ ইউনিটের পরীক্ষা । ‘গ’ ইউনিটের পরীক্ষা হবে ২৭ মে। ‘ঘ’ ইউনিটের পরীক্ষা হবে ২৮ মে। আর ৫ জুন হবে ‘চ’ ইউনিটের পরীক্ষা।
সব পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে বলেও জানান তিনি ।
এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান নিউজবাংলাকে বলেন, ‘আজকে ভর্তি পরীক্ষার বিষয়ে ডিনস কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছিল। সেখানে ভর্তি পরীক্ষার বিষয়ে আলোচনা হয়েছে।
‘তবে যা হয়েছে সেগুলো প্রেসে দেয়ার মতো না। ভর্তি কমিটির মিটিংয়ের পর সবাই জানতে পারবে।’