মাস্টার্স ও অনার্স শেষ বর্ষের পরীক্ষার্থীদের জন্য ১৩ মার্চ থেকে খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল। তবে পরীক্ষা শেষ হলেই তাদের হল ত্যাগ করতে হবে। এ বিষয়ে ছাত্র সংগঠনগুলোর সহযোগিতা চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে ছাত্রলীগসহ ক্যাম্পাসের বিভিন্ন ছাত্র সংগঠন নিয়ে পরিবেশ পরিষদের এক সভা হয়েছে।
সভায় জানানো হয়, পরীক্ষার প্রবেশপত্রধারী সংশ্লিষ্ট আবাসিক শিক্ষার্থীরা শুধুমাত্র পরীক্ষা চলার সময় হলে থাকতে পারবেন। পরীক্ষা শেষ হলেই হল ত্যাগ করতে হবে।
উপাচার্য আখতারুজ্জামান সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিকভাবে এসব উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতাদের সহযোগিতা চান। ছাত্র সংগঠনের নেতারা এমন উদ্যোগ নেয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে সহযোগিতার আশ্বাস দেন।
অমর একুশে ফেব্রুয়ারির শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে জনসমাগম এড়ানোর জন্য এ বছর সংগঠন পর্যায়ে একটি ব্যানারের অধীনে সর্বোচ্চ পাঁচ জন ও ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ দুই জন শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পণ করতে পারবেন বলে সভায় সিদ্ধান্ত হয়। এ ক্ষেত্রে সবাইকেই স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে বলে জানানো হয়েছে।
সভায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়াসহ ক্যাম্পাসের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।