এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সবাইকে পাস করানো হলেও তারা ফল পরিবর্তনের সুযোগ পাচ্ছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
ফল ঘোষণা অনুষ্ঠানে দেয়া বক্তব্য তিনি এ কথা জানান।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আনুষ্ঠানিকভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফল ঘোষণা করেন।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘এবার যেহেতু পরীক্ষা হয়নি সেহেতু খাতা চ্যালেঞ্জ করার সুযোগ নেই। তারপরও ফল চ্যালেঞ্জ করার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা।’
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বলেন, ‘ফলাফল নিয়ে কোনো শিক্ষার্থী সংক্ষুব্ধ হলে সে ক্ষেত্রে নীতিমালা অনুযায়ী ফল পুনঃনিরীক্ষা ও মানোন্নয়নের সুযোগ রয়েছে। অতীতে পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জ করার যে বিধান ছিল এবারও সেটি থাকবে।’
তিনি জানান, সবকিছুই হবে গ্রেড নির্ধারণ টেকনিক্যাল কমিটির করা সুপারিশের ভিত্তিতে। মানোন্নয়ন পরীক্ষার সুযোগও থাকছে। যদি কোনো শিক্ষার্থী মনে করেন তার কোনো বিষয়ের ফল আরও ভালো হতো, সে ক্ষেত্রে ওই শিক্ষার্থী এ বছর অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষায় মানোন্নয়ন পরীক্ষায় বসতে পারবেন।
পরীক্ষায় বসতে হলে আগের নিয়ম অনুযায়ী বোর্ডে ফরম পূরণ করতে হবে। প্রতি বিষয়ে বোর্ডগুলো ১২৫ টাকা করে নিয়ে থাকে।