শতভাগ পাসের এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৮০৭ পরীক্ষার্থী।
গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৪৭ হাজার ২৮৬ জন শিক্ষার্থী। সে হিসাবে গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ বেড়েছে ৩.৪২ গুণ।
২০২০ সালে মোট পরীক্ষার্থীর ১১ দশমিক ৮৩ শতাংশ জিপিএ-৫ পেয়েছে। ২০১৯ সালে জিপিএ-৫ পেয়েছিল মোট পরীক্ষার্থীর ৩ দশমিক ৫৪ শতাংশ।
২০২০ সালে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৩ লাখ ৬৭ হাজার ৩৭৭ জন, যা আগের বছরের তুলনায় ৩০ হাজার ৭৪৮ জন বেশি।
২০১৯ সালে গড় পাসের হার ছিল ৭৩ দশমিক ৯৩ শতাংশ। অটো পাশের কারণে এবার সেটি ১০০ শতাংশ হয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে পরীক্ষা ছাড়াই আগের পরীক্ষার ফলের ভিত্তিতে প্রকাশ হয় এইচএসসি ও সমমানের ফল।
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ভিকারুননিসার শিক্ষার্থীদের উচ্ছ্বাস। ছবি: সাইফুল ইসলামএইচএসসিতে এর আগে কখনো এমনটি হয়নি। অটো পাশের কারণে এবার সবার নজর ছিল জিপিএর দিকে।
রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করা হয়।
শনিবার বেলা ১১টা ৭ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে ফল ঘোষণা করেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিও বক্তৃতা করেন।
এবার শিক্ষা প্রতিষ্ঠানে ফল পাওয়া যাবে না। ফল ঘোষণা উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সমাবেশ সম্পূর্ণ নিষেধ করছে শিক্ষা মন্ত্রণালয়।
পরীক্ষা কেন্দ্রে অথবা শিক্ষা প্রতিষ্ঠানে ফল পাঠানো হবে না। ফল প্রকাশ হবে অনলাইনে।
এবারও জিপিএ-৫ এ এগিয়ে মেয়েরা
এবার এসএসসি পরীক্ষার ১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৬৫ হাজার শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষা দেয়ার কথা ছিল। এদের মধ্যে নারী শিক্ষার্থী ছিলেন ৬ লাখ ৬০ হাজার ৪৯২ জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৮৩ হাজার ৩৩৮ জন। ছেলে শিক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লাখ ৬ হাজার ৮৮৫ জন, এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৭৮ হাজার ৪৬৯ জন।
ফল কীভাবে পাওয়া যাবে
ফল জানতে শিক্ষার্থীদের মোবাইল থেকে মেসেজ করে আগেই প্রি-রেজিস্ট্রেশন করতে হবে: HSC< >Board name (First 3 letter) Roll2020 টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। রেজিস্ট্রেশনকৃত পরীক্ষার্থীদের মোবাইলে ফল জানিয়ে দেয়া হবে।
এ ছাড়া টেলিটক ওয়েবসাইট www.educationboardresults.gov.bd থেকে ফল দেখা যাবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও পাওয়া যাবে এই ফল।