সরকারি চাকরিতে নিয়োগে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা নেয়ার এক বছর পর ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৯৬৪ জন।
পিএসসির ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে। পাশাপাশি টেলিটকের গ্রাহকরা ম্যাসেজ পাঠিয়ে ফল জানতে পারছেন।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নেয়া হবে আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে।
২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। প্রশাসনের বিভিন্ন পদে এক হাজার ৯০৩ জন ক্যাডার কর্মকর্তা নেয়ার কথা জানানো হয়। পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন চার লাখ ১২ হাজার ৫৩২ জন।
২০১৯ সালের ৩ মে প্রিলিমিনারি পরীক্ষা নেয় পিএসসি। তাতে অংশ নেন তিন লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। একই বছরের ২৫ জুলাই প্রিলিমিনারির ফল ঘোষণা করা হয়, উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন।
গত বছরের জানুয়ারিতে লিখিত পরীক্ষা হলেও করোনার কারণে ফলাফল আটকে ছিল।