এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল যেকোনো সময় প্রকাশ এবং সনদ বিতরণে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোকে ক্ষমতা দিয়ে অফিস আদেশ ও প্রজ্ঞাপণ জারি করা হয়েছে।
করোনাভাইরাস মহামারির কারণে বাতিল করা ২০২০ সালের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা ছাড়াই ফল প্রকাশে তিনটি গেজেট মঙ্গলবার প্রকাশ করা হয়।
গেজেটগুলোতে বলা হয়, সংশোধিত আইনের আলোকে এ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সুপারিশ মোতাবেক সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডকে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রস্তুত, প্রকাশ ও সনদ বিতরণের ক্ষমতা দেয়া হলো।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিশেষ পরিস্থিতিতে পরীক্ষা ছাড়া এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের বিলে সোমবার সম্মতি দেন। এরপর তা গেজেট আকারে প্রকাশ করা হয়।
এ নিয়ে সোমবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে সংসদ সচিবালয় জানায়, জাতীয় সংসদের চলতি অধিবেশনে পাস হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের বিল তিনটিতে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরপর তা গেজেট আকারে প্রকাশের জন্য পাঠানো হয়।
সংসদে রোববার বিল তিনটি পাস হয়।
আইন সংশোধনের মধ্য দিয়ে পরীক্ষার্থীদের জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের গড় করে এইচএসসির ফল প্রকাশ করা হবে। জেএসসি-জেডিসির ফলকে ২৫ এবং এসএসসির ফলের মানকে ৭৫ শতাংশ ধরে এ ফল দেয়া হবে।
বিল তিনটি সংসদে উত্থাপনের পর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, এইচএসসি পরীক্ষার ফল প্রস্তুত করা আছে। আইনের সংশোধনী পাস হলেই তা প্রকাশ করা হবে।
গত বছরের ২২ মার্চ থেকে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। করোনার কারণে সেটি প্রথমে স্থগিত হয়। পরে পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত নেয় সরকার।