বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ

  •    
  • ২৫ জানুয়ারি, ২০২১ ১৬:৩১

বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের মোট ২০টি বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এ সিলেবাসে পড়ানো শুরু করতে পারে।

করোনাভাইরাস সংকটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

সোমবার দুপুরে বোর্ডের ওয়েবসাইটে এ সিলেবাস প্রকাশ করা হয়।

এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ নিউজবাংলাকে বলেন, ‘বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের মোট ২০টি বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এ সিলেবাসে পড়ানো শুরু করতে পারে।’

এইচএসসি পরীক্ষার্থীদের জন্যও সংক্ষিপ্ত সিলেবাস ২৮ জানুয়ারি প্রকাশ করা হতে পারে জানান নেহাল।

এর আগে রোববার জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, করোনার কারণে ২০২১ সালের এসএসসি-এইচএসসি ও সমমানের পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেয়া হবে।

তিনি বলেন, ‘শিগরিগই সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হবে। সেই সিলেবাসের ওপর শিক্ষার্থীদের তিন-চার মাস ক্লাসে পাঠদান করানো হবে।’

সংক্ষিপ্ত সিলেবাস করতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে (এনসিটিবি) দায়িত্ব দেয়া হয়। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বিষয়ভিত্তিক শিক্ষক-কর্মকর্তা, বিশেষজ্ঞদের মতামত নিতে মাসব্যাপী কর্মশালা হয় এনসিটিবিতে।

তাদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় অধ্যায়গুলো রেখে একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে। সেটি শিক্ষা মন্ত্রণালয়ের কাছে গত ১৭ জানুয়ারি তুলে দেয় এনসিটিবি।

সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে সাংবাদিকদের সামনে আসার কথা রয়েছে শিক্ষামন্ত্রী দীপু মনির।

এ বিভাগের আরো খবর