বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রোববার সংসদ অধিবেশনে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সংশোধন বিল-২০২১-নিয়ে জনমত যাচাই-বাছাইয়ের প্রস্তাবের ওপর সাংসদদের প্রশ্নের জবাবে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
‘কোনো কোনো সদস্য সংশয় প্রকাশ করে বলেছেন, অটো পাসের পর শিক্ষার্থীরা পরবর্তী পর্যায়ে কী করে যাবে? পরবর্তী পর্যায়ে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হবে। সেটি আশা করছি গুচ্ছ পদ্ধতিতে হবে।’
মন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত মাত্র চারটি বিশ্ববিদ্যালয় ছাড়া বাকি সকল বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেবার ব্যাপারে সম্মত হয়েছে। এখন ইউজিসির সহায়তায় আমাদের মুডালিটিটা কী হবে সেটি পুরো নির্ধারিত হবে। খুব শিগগিরই এই পরীক্ষায় যেতে পারব। আশা করছি অবশ্যই স্বাস্থ্যবিধি মেনেই হবে।’
গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষাকে সুবিধাজনক উল্লেখ করে দীপু মনি বলেন, ‘আমাদের মনে রাখতে হবে গুচ্ছ পদ্ধতিতে যাবার যে শুভ দিকগুলো, যে সুফলগুলো…শিক্ষার্থীদের হয়রানি একেবারেই কমে যাবে। অভিভাবকদের আর্থিক বিরাট সাশ্রয় হবে। তাদের অনেক রকমের হয়রানি কমে যাবে।
‘দেশে এই মহামারির সময়ে এই লাখ লাখ শিক্ষার্থী সারা দেশে ছুটে বেড়াবে এক বিশ্ববিদ্যালয় থেকে আরেক বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেবার জন্য। তার মধ্যে দিয়ে আরও সংক্রমণ বাড়বে। সেই অবস্থাটিকেও এড়াতে পারব।’