বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভিসি কলিমুল্লাহকে ক্যাম্পাসে ‘আসতে হবে’

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৭ জানুয়ারি, ২০২১ ১৭:৫৯

শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. তুহিন ওয়াদুদ বলেন, ‘ভিসি স্যারকে ক্যাম্পাসে আজকেই আসতে হবে। ঢাকার লিয়াজো অফিস বন্ধ করতে হবে। উপাচার্য ছাড়া একটি বিশ্ববিদ্যালয় চলে কীভাবে? যদি উপাচার্য নাই থাকেন তবে তার দরকার কী?’

উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তাকে ক্যাম্পাসে আনতে অবস্থান কর্মসূচি পালন করছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা।

বৃহস্পতিবার বেলা ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে কর্মসূচি শুরু করেন তারা। এর অংশ হিসেবে অবরুদ্ধ করা হয় উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা এবং অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক আর এম হাফিজুর রহমান সেলিমকে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের অধিকার সুরক্ষা পরিষদের আন্দোলনকারীরা জানান, ভিসি নিজে ক্যাম্পাসে না আসা পর্যন্ত এ কর্মসূচি চলবে।

সংগঠনটির সভাপতি প্রফেসর ড. মতিউর রহমান নিউজবাংলাকে বলেন, ‘ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহ দিনের পর দিন মাসের পর মাস ক্যাম্পাসে অনুপস্থিত। নিয়ম-নীতির কোনো তোয়াক্কাই করছেন না তিনি। আমরা বারবার তার সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেও সফল হয়নি। বিশ্ববিদ্যালয়ে একের পর এক সমস্যার সৃষ্টি হচ্ছে। সেসব সমস্যার সমাধান করতে হবে। উপাচার্য না আসা পর্যন্ত এই কর্মসূচি চলবে।’

বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. তুহিন ওয়াদুদ বলেন, ‘ভিসি স্যারকে ক্যাম্পাসে আজকেই আসতে হবে। ঢাকার লিয়াজো অফিস বন্ধ করতে হবে। উপাচার্য ছাড়া একটি বিশ্ববিদ্যালয় চলে কীভাবে? যদি উপাচার্য নাই থাকেন তবে তার দরকার কী?’

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. সরিফা সালোয়া ডিনা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা সহাবস্থানে আছি। বিষয়টি ভিসি স্যারকে জানানো হলে তিনি আমার সঙ্গে পরে কথা বলবেন বলে ফোন রেখে দেন।’

বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যসহ নানা অভিযোগে আগে থেকেই সমালোচিত কলিমুল্লা বিজয় দিবসে জাতীয় পতাকা বিকৃত করে নতুন বিতর্কের জন্ম দেন।

নিজেদের মতো করে বানানো ওই পতাকাসহ শিক্ষকদের ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিতে দেখা যায় সবুজের বুকে গোল লাল বৃত্তের বদলে চার কোণা বৃত্তসহ একটি পতাকা হাতে কয়েকজন শিক্ষক হাসি মুখে দাঁড়িয়ে আছেন।

এ বিভাগের আরো খবর