বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইংলিশ মিডিয়াম স্কুলের সেশন চার্জ নিয়ে আদেশ স্থগিত

  •    
  • ৩ জানুয়ারি, ২০২১ ২১:০৪

দেশের সব ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীদের সেশন চার্জ বাতিল করে তিন মাসের মধ্যে ব্যবস্থাপনা কমিটি গঠনের নির্দেশ দিয়ে ২০১৭ সালের ২৫ মে রায় দেয় হাইকোর্ট। লিভ টু আপিল গ্রহণ করে তখন দেয়া নির্দেশনাগুলো স্থগিত করে কেবল স্কুলে জাতীয় দিবস পালনের বিষয়টি নিশ্চিত করতে বলেছে আপিল বিভাগ।

ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীদের সেশন চার্জ বাতিলসহ কয়েক দফা নির্দেশনা দিয়ে নীতিমালা তৈরি করতে হাইকোর্ট যে রায় দিয়েছিল, তা স্থগিত করেছে আপিল বিভাগ।

তবে রায়ের মধ্যে স্বাধীনতা দিবস ও বিজয় দিবসসহ সব জাতীয় দিবসসমূহ যথাযথ মর্যাদার সঙ্গে পালনের যে নির্দেশনা রয়েছে, তা বহাল রাখা হয়েছে।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর লিভ টু আপিল গ্রহণ করে রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আপিল বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে ইংলিশ মিডিয়াম স্কুলের পক্ষে ছিলেন মো. আসাদুজ্জামান, সঙ্গে ছিলেন আনিসুল হাসান।

দেশের সব ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীদের সেশন চার্জ বাতিল করে তিন মাসের মধ্যে ব্যবস্থাপনা কমিটি গঠনের নির্দেশ দিয়ে ২০১৭ সালের ২৫ মে রায় দেয় বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ।

রায়ে শিক্ষা মন্ত্রণালয়কে সার্কুলার দিয়ে সব ইংরেজি মাধ্যম স্কুলে পাঠাতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়।

নির্দেশনাগুলোর মধ্যে ছিল:

#বেসরকারি স্কুল নিবন্ধন অধ্যাদেশ ১৯৬২ অনুসারে স্কুলগুলোতে অভিভাবকসহ শিক্ষক প্রতিনিধি নিয়ে ম্যানেজিং কমিটি গঠন করতে হবে।

# শিক্ষক ও স্টাফ নিয়োগের ক্ষেত্রে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে যাচাই বাছাই করে নিয়োগ দিতে হবে।

# পেছনের দরজা দিয়ে কাউকে নিয়োগ দেয়া যাবে না। এতে মালিকপক্ষের কোনো প্রাধান্য থাকবে না।

# এক শ্রেণি থেকে অন্য শ্রেণিতে ওঠার সময় কোনো প্রকার পুনঃভর্তি ও সেশন চার্জ নেয়া যাবে না।

# কোনো ধরনের ফি বাড়াতে হলে অভিভাবকদের মতামত নিয়ে ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।

# ম্যানেজিং কমিটি ভর্তি ফি, টিউশন ফি নির্ধারণ করবে। এতে অভিভাবক প্রতিনিধির মতামত প্রাধান্য পাবে।

# ইংরেজি মাধ্যমের সব শিক্ষা প্রতিষ্ঠানের অডিট রিপোর্ট ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং প্রত্যেক অভিভাবককে ওই রিপোর্ট সরবরাহ করতে হবে।

# প্রত্যেক জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় এবং দেশীয় কৃষ্টি-সংস্কৃতির আবহে পালন করতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামসহ প্রখ্যাত বাঙালি কবি-সাহিত্যিকদের রচনাবলীর সঙ্গে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের পরিচয় ঘটাতে হবে।

# জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভাষা শহীদ এবং মুক্তিযোদ্ধাদের গৌরবগাথা ও স্বাধীনতার গৌরবোজ্জ্বল ইতিহাস শিক্ষার্থীদের জানাতে হবে।

# প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত আরও ভালোভাবে শিক্ষার্থীদের বাংলা ভাষার চর্চা করাতে হবে, যাতে তারা শুদ্ধভাবে বাংলা লিখতে, পড়তে ও বলতে পারে।

এই রায়ের বিরুদ্ধে ওই বছরই লিভ টু আপিল (আপিলের আবেদন) করেন গ্রিন ডেল ইন্টারনেশনাল স্কুলের অধ্যক্ষ।

আবেদনকারীর আইনজীবী আনিসুল হাসান গণমাধ্যমকর্মীদের জানান, তাদের আবেদন গ্রহণ করার পাশাপাশি একটি নির্দেশনা ছাড়া বাকিগুলো স্থগিত করে দিয়েছে আপিল বিভাগ। ফলে হাইকোর্টের রায় মেনে চলার বাধ্যবাধকতা আর থাকছে না।

এর আগে ইংলিশ মিডিয়াম স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক জাভেদ ফারুক শিক্ষার্থীদের টিউশন ফি, পুনঃভর্তি ফি ও সেশন চার্জ বিষয়ে শিক্ষা বিধিমালা গঠনের নির্দেশনা চেয়ে ২০১৪ সালে হাইকোর্টে রিট করেন।

ওই রিটের শুনানি নিয়ে রুল জারি করেন। রুলের দীর্ঘ শুনানি শেষে ২০১৭ সালে রায় ঘোষণা করে হাইকোর্ট, যা অভিভাবকদের মধ্যে এক ধরনের স্বস্তি এনেছিল।

এ বিভাগের আরো খবর