হল খুললে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মতো আচরণের অভিযোগ উঠবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
বৃহস্পতিবার দুপুরে ছাত্রলীগের নেতারা আবাসিক হল খোলার দাবিতে ভিসির সঙ্গে দেখা করতে গেলে উপাচার্য এ মন্তব্য করেন।
ভিসি বলেন, ‘আবাসিক হল খোলা একটি জাতীয় সিদ্ধান্তের বিষয়। হল খুললে কেউ বলবে ট্রাম্পের মতো আচরণ করছে। তখন এটি হবে অযৌক্তিক সিদ্ধান্ত।’
এর আগে একই দাবি নিয়ে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি পেশ করেন প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা।
ছাত্রলীগের দাবি সঙ্গে একমত জানিয়ে উপাচার্য আখতারুজ্জামান বলেন, ‘তোমাদের দাবির সঙ্গে আমি দ্বিমত পোষণ করি না। কিন্তু বিষয় হলো এটি কোনো সাধারণ বন্ধ নয়, এটি প্যানডেমিক মুহূর্তে উদ্ভূত পরিস্থিতিতে বন্ধ।’
তিনি বলেন, ‘এ বন্ধ হলো ইনফেকশাস ডিজিজ ঠেকানোর জন্য বন্ধ। এখানে মামলা করার বিধান আছে। আজকে যদি কেউ হঠকারী সিদ্ধান্ত নেয়, তাহলে বড় আকারের ঝুঁকি এবং আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হতে পারে।’
আবাসিক হল খুলতে জাতীয়ভাবে সিদ্ধান্ত প্রয়োজন জানিয়ে ভিসি বলেন, আবাসিক হল খুলতে জাতীয়ভাবে সিদ্ধান্ত লাগবে। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষজ্ঞদের মতামত লাগবে। গতকাল (বুধবার) ইউজিসি থেকে একটি চিঠি দিয়ে স্পষ্টভাবে জানিয়ে দেয়া হয়েছে হল বন্ধ রাখতে হবে এবং পরীক্ষা নেয়া যাবে।’
তিনি বলেন, ‘এ মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা একটি জাতীয় সিদ্ধান্তের বিষয়। কিন্তু এর বাইরে গিয়ে আমরা কোনো কাজ করে সরকার ও জাতিকে ঝুঁকিতে ফেলে প্রশ্নের সম্মুখীন হতে চাই না।’
আরও পড়ুন: হল বন্ধ, শিক্ষার্থীরা পরীক্ষা দেবে কীভাবে
বৈঠকে ছাত্রলীগের পক্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।