একসঙ্গে দুই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
সোমবার রাতে পিএসসি ৪২তম বিশেষ বিসিএস এবং ৪৩তম সাধারণ বিসিএসের ওই বিজ্ঞপ্তি তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে।
৪২তম বিশেষ বিসিএসে চিকিৎসক ও ৪৩তম বিসিএসে সাধারণ ও প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার নিয়োগ দেয়া হবে।
পিএসপির দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪২তম বিসিএসে সহকারী সার্জন হিসেবে ২০০০ জনকে নিয়োগ দেয়া হবে। আর ৪৩তম বিসিএসের মাধ্যমে নিয়োগ দেয়া হবে এক হাজার ৮১৪ জনকে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশে ১০০ জন, পররাষ্ট্রে ২৫ জন ও শিক্ষায় ৮৪৩ জনকে নিয়োগ দেয়া হবে।
এছাড়া অডিটে ৩৫ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন, সমবায়ে ২০ জন, ডেন্টাল সার্জন পদে ৭৫ জনসহ অন্যান্য ক্যাডারে আরও ৩৮৩ জন নিয়োগ পাবে ৪৩তম বিসিএসে।
৪২তম বিশেষ বিসিএসের জন্য আবেদ শুরু হচ্ছে ৭ ডিসেম্বর। সেদিন সকাল ১০টা থেকে আবেদন শুরু হয়ে শেষ হবে ২৭ ডিসেম্বর সন্ধ্যা ৬টায়।
এছাড়া ৪৩তম বিসিএস পরীক্ষার জন্য আবেদন শুরু হবে আগামী ৩০ ডিসম্বের। আবেদন করা যাবে ২০২১ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত।
পিএসসি বলছে, অনলাইনে ফরম পূরণের পর ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।
৪২তম বিশেষ বিসিএসের এমসিকিউ পরীক্ষা আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে বলে একটি সম্ভাব্য সময় জানিয়েছেন কমিশন। তবে নির্দিষ্ট করে কোনো তারিখ জানানো হয়নি। তারিখ নির্দিষ্ট হলে তা কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করবে বলেও জানিয়েছে।
পিএসসি তাদের বিজ্ঞপ্তিতে বলেছে, বিশেষ বিসিএসের জন্য পরীক্ষা হবে ৩০০ নম্বরের। যার মধ্যে ২০০ নম্বরের পরীক্ষা হবে প্রিলিমিনারি বা এমসিকিউ পদ্ধতির। আর ১০০ নম্বরের হবে লিখিত পরীক্ষা।
প্রিলিমিনারির ২০০ নম্বরের জন্য সময় দেয়া হবে দুই ঘণ্টা। আর প্রশ্ন হবে মেডিক্যাল সায়েন্স, বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, মানসিক দক্ষতা ও গাণিতিক বিষয়াবলীর উপর।
কমিশন ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৪৩তম বিসিএস পরীক্ষা ২০২১ সালের মার্চে অনুষ্ঠানের জন্য সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। তবে তারিখ কমিশনের ওয়েসাইটে জানিয়ে দেবে।
৪৩তম বিসিএসের প্রিলিমিনারির জন্যও ২০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্ন হবে বাংলা ভাষা ও সাহিত্য, ইংরেজি ভাষা ও সাহিত্য, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, ভূগোল, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি, গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতা ও নৈতিকতা মূল্যবোধ-সুশাসন থেকে।
৪৩তম সাধারণ ক্যাডারের জন্য লিখিত পরীক্ষা হবে ১১০০ নম্বরের। এছাড়া টেকনিক্যাল ও প্রফেশনাল ক্যাডারের জন্যও ১১০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
দুই বিসিএসে প্রায় চার হাজার জনকে নিয়োগ দিতে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা বিভাগীয় শহরগুলোতে নেয়া হবে বলেও কমিশন তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে।