বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মাধ্যমিকে লটারিতে ভর্তি: শিক্ষামন্ত্রী

  •    
  • ২৫ নভেম্বর, ২০২০ ১২:১৮

বুধবার দুপুর ১২টার পর এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

করোনাভাইরাসের কারণে মাধ্যমিকে নতুন শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা হচ্ছে না। এর পরিবর্তে লটারির মাধ্যমে সব শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

বুধবার দুপুর ১২টার পর এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এর আগে প্রতি বছর প্রথম শ্রেণির ভর্তি হতো লটারির মাধ্যমে। দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণিতে ভর্তি পরীক্ষা আয়োজন করা হতো। তবে সামনের সব পরীক্ষা হচ্ছে লটারিতে।

করোনাভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মধ্যে মাধ্যমিক পর্যায়ে ভর্তি সংক্রান্ত নতুন এ নির্দেশনার কথা জানালেন শিক্ষামন্ত্রী।

তিনি জানান, ভর্তি প্রক্রিয়া কীভাবে বাস্তবায়ন হবে, সে বিষয়ে আগামী ৭ ডিসেম্বরের মধ্যে বিস্তারিত জানানো হবে।

লটারিতে ভর্তি পরীক্ষায় অনিয়মের আশঙ্কা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমরা এ বিষয়ে অলরেডি বিশেষজ্ঞদের মতামত নিয়েছি। বিষয়টি আমাদের মাথায় আছে। অনিয়ম হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এর আগে করোনা মহামারির কারণে স্কুলে বার্ষিক পরীক্ষা বাতিলের ঘোষণা দিয়েছিলেন তিনি।

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি: নিউজবাংলা

 

২১ অক্টোবর ওই ঘোষণায় শিক্ষামন্ত্রী বলেছিলেন, শিক্ষার্থীদের ৩০ দিনের মধ্যে স্বল্প পরিসরে একটি অ্যাসাইনমেন্ট নেয়া হবে। তবে এর মাধ্যমে পাস-ফেল নির্ধারণ করা হবে না। এই মূল্যায়নের উদ্দেশ্য শিক্ষার্থীদের দুর্বলতা কোথায়, সে বিষয়ে ধারণা নেয়া।

ওই সময় ৩০ দিনের সংক্ষিপ্ত পাঠ্যসূচি ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা নেই বলে জানিয়েছিলেন শিক্ষকরা। ঘোষণার এক মাস পেরিয়ে গেলেও পাঠ্যসূচি ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা পায়নি শিক্ষকরা।

অ্যাসাইনমেন্ট বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে কোনো টাকা না নিতে অধিদফতর থেকে নির্দেশনা দেয়া হলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে টাকা নেয়ার অভিযোগ মিলছে।

করোনার কারণে মার্চ থেকে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান চলতি শিক্ষাবর্ষে আর খুলছে না। সবশেষ ঘোষণা অনুযায়ী আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ থাকবে। পরে কী হবে, সে সিদ্ধান্ত এখনো জানায়নি সরকার।

শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন, এবার স্কুলে বার্ষিক পরীক্ষা নেয়া হবে না। ফলে চলতি বছর আর স্কুল-কলেজ খোলার সম্ভাবনা নেই।

করোনার প্রকোপ গত এক মাসে কমে এলেও শীতে দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা করছে সরকার। এই পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঝুঁকি নিতে চাইছে না মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে জানিয়েছেন, করোনার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে ফেলতে চায় না সরকার।

এ বিভাগের আরো খবর