দক্ষতা উন্নয়ন ও শিল্পখাতের গবেষণা কার্যক্রম পরিচালনায় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর মধ্যে একটি চুক্তি হয়েছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের বনানী কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি অনুযায়ী, শিল্প ও শিক্ষাখাতে প্রতিষ্ঠান দুটি একসঙ্গে কাজ করবে।
এছাড়া তারা যৌথভাবে গবেষণা, সেমিনার, কর্মশালা, মেলাসহ বিভিন্ন বাণিজ্য আলোচনা সভার আয়োজন করবে। এছাড়াও নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ সুবিধা দেবে ডিসিসিআই।
ঢাকা চেম্বারের সভাপতি শামস মাহমুদ বলেন, ‘বাংলাদেশের সমুদ্র অর্থনীতি, অটোমোবাইল এবং লাইট ইঞ্জিনিয়ারিং সম্ভাবনাময় খাত। তবে এর বিকাশে প্রয়োজনীয় মানব সম্পদ নেই। দক্ষ মানব সম্পদ তৈরিতে বিশ্ববিদ্যালয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’
শিল্পখাতের চাহিদাগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পাঠানোর আহ্বান জানিয়ে নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ‘এটি করা গেলে আমরা শিল্পখাতের প্রয়োজন সম্পর্কে জানতে পারব।’