মৌখিক আশ্বাস পেয়ে রাজধানীর মহাখালী এলাকায় সড়ক অবরোধ তুলে নিয়েছেন সাধারণ মেডিক্যাল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার পরীক্ষা বাতিল ও সেশনজটমুক্ত শিক্ষাবর্ষসহ তিন দাবিতে মহাখালী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন শিক্ষাার্থীরা। দাবি মানা না হলে নতুন করে আবারও কর্মসূচি দেয়ার কথাও জানান শিক্ষার্থীরা।
দুপুর ১২টায় অবরোধ শুরু হলে ১টার দিকে বিক্ষোভ সমাবেশে গিয়ে স্বাস্থ্য অধিদফতরের (ডিজিএইচএস) মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম শিক্ষার্থীদের সমস্যা সমাধানের আশ্বাস দেন। তার ঘণ্টাখানেক পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে আন্দোলন স্থগিত করার কথা জানান।
আন্দোলনরত শিক্ষার্থীদের এক জন সাদিয়া আক্তার নিউজবাংলাকে বলেন, ‘স্বাস্থ্য অধিদফতরের (ডিজিএইচএস) মহাপরিচালক আমাদের কাছে এসে আগামী ৮ নভেম্বর পর্যন্ত সময় নিয়েছেন, এই সময়ের মধ্যে তারা পরিচালকের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাবেন।
‘আমরাও আগামী ৮ নভেম্বর পর্যন্ত আন্দোলন স্থগিত করার সিদ্ধান্তের কথা জানিয়েছি। এই সময়ের মধ্যে দাবি মানা না হলে নতুন করে কর্মসূচি ঘোষণা করা হবে।’
তিন দফা দাবিতে সড়ক অবরোধ করলে কর্তৃপক্ষের মৌখিক আশ্বাসের পর অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। ছবি: সাইফুল ইসলাম
তিনি আরও বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে স্বাস্থ্যবিধি রক্ষা করে শিক্ষা কার্যক্রম চলছে। যখন তারা করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন তখনই আমাদের পেশাগত পরীক্ষা ডিসেম্বরে নেয়ার কথা ঘোষণা করা হয়েছে।
‘শুধু তাই নয়, পরীক্ষা দেয়ার আগে আবাসিক হলগুলোতে এক মাস অবস্থান করার বাধ্যবাধকতা নির্ধারণ করে দেয়া হয়েছে। প্রতিটি হলে একটি রুমে তিন থেকে চারজন করে শিক্ষার্থী থাকে। এই অবস্থায় তারা কেউ আক্রান্ত হলে এর দায়ভার কর্তৃপক্ষ নেবে না।’
তিন দফা দাবিতে গত রোববার সকালেও কেন্দ্রীয় শহিদ মিনারে মানববন্ধন করে শাহবাগে অবস্থান নিয়েছিলেন শিক্ষার্থীরা।
দাবি তিনটি হলো- করোনা মহামারিতে প্রফের বিকল্প দিতে হবে; অনতিবিলম্বে সেশনজট দূর করতে পরবর্তী ধাপের অনলাইন ক্লাস শুরু করতে হবে এবং পরীক্ষা ও ক্লাস সংক্রান্ত সব আদেশের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে মেডিক্যাল শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করতে হবে।