বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্কুল কলেজে ছুটি আরও বাড়ল

  •    
  • ২৯ অক্টোবর, ২০২০ ১২:৩০

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৪ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে স্কুল, কলেজ, সরকারি বিশ্ববিদ্যালয়। তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে বিশেষ বিবেচনায় সশরীরে ক্লাস ও পরীক্ষা নিতে অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। যদিও তারিখ ঘোষণা হয়নি।

করোনা মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আবার বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৪ নভেম্বরের পর্যন্ত বন্ধ থাকবে স্কুল, কলেজ, সরকারি বিশ্ববিদ্যালয়, আলিয়া মাদ্রাসা।

এ নিয়ে চার দফা ছুটি বাড়ানো হলো। তবে চলতি বছর আর স্কুল-কলেজ যে খুলছে না, সেটা অনুমেয়ই ছিল। কারণ, এইচএসসির পর স্কুলের বার্ষিক পরীক্ষাও বাতিল ঘোষণা করে সবাইকে পাস করানোর সিদ্ধান্ত আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী।

মন্ত্রী জানান, করোনার কারণে এবারের বই উৎসব হচ্ছে না। তবে সঠিক সময়ে শিক্ষার্থীদের কাছে পৌঁছে যাবে।

বৃহস্পতিবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ছুটি বাড়ানোর তথ্য নিশ্চিত করেন দীপু মনি।

কওমি মাদ্রাসাগুলো অবশ্য আগে থেকেই চালু আছে। আর বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে বিশেষ বিবেচনায় ক্লাস ও পরীক্ষা শুরুর অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

এর আগে মন্ত্রী শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ১৭ মার্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়। সবশেষ ঘোষণায় ৩১ অক্টোবর পর্যন্ত স্কুল কলেজ বন্ধ থাকবে বলে জানানো হয়েছিল।

আবার ছুটি বাড়ানোর কারণ হিসেবে মন্ত্রী বলেন, ‘বর্তমান অবস্থা বিবেচনা করে এখন স্কুল-কলেজ খোলা সম্ভব হবে না। তাই চলমান ছুটি আরও বৃদ্ধি করা হয়েছে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী দুই সপ্তাহ করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। এরপর যদি পরিস্থিতি অনুকূলে হয় তাহলে শিক্ষা প্রতিষ্ঠান সীমিত পরিসরে খুলে দেয়া হবে।’

প্রথমিক ভর্তি প্রক্রিয়া কী হবে- এমন প্রশ্নে জবাবে মন্ত্রী বলেন, ‘শীতে করোনা ভাইরাসে দ্বিতীয় ঢেউ আসার আশঙ্কা রয়েছে। এ কথা মাথায় রেখে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে কীভাবে কী প্রক্রিয়া নির্ধারণ করা যায়, পরে এ বিষয়ে জানানো হবে।’

টিউশন ফি নিয়ে উদার হওয়ার আহ্বান

টিউশন ফির বিষয়ে প্রতিষ্ঠানগুলো উদার হওয়া আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘সব ফি ছাড় দেয়ার সুযোগ নেই। তবে কিছু ফি কমানোর বিষয়ে আলোচনা করে জানানো হবে।’

‘কিছু ফি রয়েছে যা অবশ্যই শিক্ষার্থীদের দিতে হবে। যদি ফি না পায় তাহলে কীভাবে প্রতিষ্ঠান চলবে? তাদের দিকটাও আমাদের ভাবতে হবে’-বলেন মন্ত্রী।

বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের নিরাপত্তায় জোর

করোনা পরিস্থিতিতেও বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় সরাসরি পরীক্ষা নিয়ে ভর্তি নেয়ার যে সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়টি নিয়েও কথা বলেন মন্ত্রী।

দীপু মনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বলতেই পারে তারা সারাসরি আগের নিয়মে পরীক্ষা নেবে। তবে তাদের শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখা উচিত।’

সাড়ে সাত মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইবা পরীক্ষা নিয়ে ফলাফল দেয়নি কেন- এমন প্রশ্নর জবাবে দীপু মনি বলেন, ‘তাদেরকে বলব, এ বিষয়ে তারা দ্রুত সিদ্ধান্ত নেবেন।’

জাতীয় বিশ্ববিদ্যালয় ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষা নেয়ার তারিখ খুব দ্রুত ঘোষণা করা হবে বলেও জানান মন্ত্রী। বলেন, ১৬ তম শিক্ষক নিবন্ধনের ফল দ্রুত প্রকাশ করা হবে।

রাবি উপাচার্য নিয়ে সিদ্ধান্ত প্রতিবেদন পেলে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুর সোবহানের বিরুদ্ধে অনিয়মের যে অভিযোগ পাওয়া গেছে, সেটি নিয়েও কথা বলেন মন্ত্রী।

দীপু মনি বলেন, ‘দেশের বড় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ম নিয়ে আমাদের কাছে লিখিতভাবে অভিযোগ এসেছে। বিষয়টি ইউজিসি তদন্ত করেছে। কিন্তু সেই তদন্ত এখনও আমাদের কাছে আসেনি। এটি আসলে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত জানানো হবে।’

সংবাদ সম্মেলনে অনলাইনে সংযুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান।

এ বিভাগের আরো খবর