বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয়েও সশরীরে ভর্তি পরীক্ষা

  •    
  • ২৭ অক্টোবর, ২০২০ ১৬:৪২

অ্যাকাডেমিক কমিটির সভায় ভর্তি পরীক্ষা আগের নিয়মে সশরীরে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে পরীক্ষা পদ্ধতি কী হবে সেটি এখনও নির্ধারণ হয়নি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়েও (রাবি) সশরীরে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন সিনেট ভবনে অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য এম আব্দুস সোবহান।বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

করোনাভাইরাস পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা অনলাইনে নেয়া নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল। এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সশরীরে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয়।

রাবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাকাডেমিক কমিটির সভায় ভর্তি পরীক্ষা আগের নিয়মে সশরীরে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে পরীক্ষা পদ্ধতি কী হবে সেটি এখনও নির্ধারণ করা হয়নি। ভর্তি পরীক্ষা উপ-কমিটি এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

এদিকে, রাবি থেকে স্নাতক পাস করা শিক্ষার্থীদেরও সমাবর্তনে অংশ নেয়ার সুযোগ রাখার সিদ্ধান্ত হয়েছে অ্যাকাডেমিক কাউন্সিলের সভায়। এর আগে শুধু স্নাতকোত্তর ও এমফিল/পিএইচডি ডিগ্রি অর্জন করা শিক্ষার্থীরা সমাবর্তনে অংশ নেয়ার সুযোগ পেতেন।

এ প্রসঙ্গে ইংরেজি বিভাগের সভাপতি ও অ্যাকাডেমিক কাউন্সিলের সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘স্নাতকোত্তর, এমফিল/ পিএইচডি ডিগ্রি অর্জন করা শিক্ষার্থীদের পাশাপাশি এখন থেকে স্নাতক পাস করা শিক্ষার্থীরাও সমাবর্তনে অংশ নিতে পারবেন। অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়েছে।’

এ বিভাগের আরো খবর