করোনা মহামারিতে এইচএসসি পরীক্ষা বাতিলের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত জানাতে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
বুধবার দুপুর ১২টার পর সংবাদ সম্মেলনে আসেন তিনি।
করোনার ভয়াবহতা গত দুই মাসে কিছুটা কমে এলেও আগামী শীত মৌসুমে দ্বিতীয় ঢেউয়ের বিষয়ে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। কয়েক দফা বাড়িয়ে ছুটির মেয়াদ করা হয়েছে ৩১ অক্টোবর পর্যন্ত।
এ মুহূর্তে অনলাইন ও টেলিভিশনে ক্লাস নেয়া হচ্ছে। তবে দেশের প্রায় ৪০ শতাংশের বেশি শিশু-কিশোর অনলাইনের ক্লাসে যোগ দিতে পারছে না।
আর্থিক বা প্রযুক্তির সীমাবদ্ধতার কারণে এই অবস্থা তৈরি হয়েছে। এই অবস্থায় পরীক্ষা নিলে একটি বড় অংশের শিক্ষার্থীদের ফলাফল খারাপ হতে পারে।
এরই মধ্যে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিশুদের কোনো পরীক্ষা ছাড়া পাস করানোর সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তারাও বিকল্প উপায়ে শিক্ষার্থীদের মূল্যায়নের কথা বলছে।
এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা না নেয়ার সিদ্ধান্তের কথা জানায়। জেএসসি ও এসএসসি পরীক্ষার গড় ফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার্থীদের ফল নির্ধারণ করা হবে বলে জানিয়েছে সরকার।